এক্সপ্লোর
Advertisement
করোনার জেরে নিষেধাজ্ঞা, অমান্য করে জিমে যাওয়ায় শাহিদ কপূরকে ভর্ৎসনা করল বৃহন্মুম্বই পুরনিগম
বান্দ্রার ওই জিমে রবিবার ওয়ার্কআউট করতে দেখা যায় শাহিদ ও মীরাকে। শাহিদ ছিলেন ভিআইপি এলাকায়, মীরা সাধারণের জন্য নির্দিষ্ট জায়গায়।
মুম্বই: করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় মুম্বইয়ের সব জিম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বৃহন্মুম্বই পুরনিগম। কিন্তু সে সব নিষেধাজ্ঞা উড়িয়ে দিয়ে দিব্যি জিমে পৌঁছে গেলেন শাহিদ কপূর ও তাঁর স্ত্রী মীরা রাজপুত। এ জন্য তাঁদের তীব্র ভর্ৎসনা করেছে পুরনিগম, জিমটি সিল করে দেওয়া হয়েছে।
বান্দ্রার ওই জিমে রবিবার ওয়ার্কআউট করতে দেখা যায় শাহিদ ও মীরাকে। শাহিদ ছিলেন ভিআইপি এলাকায়, মীরা সাধারণের জন্য নির্দিষ্ট জায়গায়। তবে বেশ কয়েকবার ভিআইপি এলাকাতেও যান তিনি। এরপর তাঁরা আলাদা একটি দরজা দিয়ে বেরিয়ে যান। ঘটনা জানাজানি হওয়ায় প্রচণ্ড চটেছে বৃহন্মুম্বই পুরনিগম। জিমটি সিল করেছে তারা, জানিয়েছে, একজনের জন্যও ওই জিম খুলে রাখা বেআইনি কাজ হয়েছে। যদি জিমন্যাসিয়ামগুলি সরকারি নির্দেশ পালন না করে, তবে সেগুলির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, লাইসেন্স বাতিল করা হবে। এ ব্যাপারে শাহিদ ও জিম মালিক যুধিষ্ঠির জয়সিংকে চিঠি দিয়েছে পুরনিগম, স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশিকা না মানা ও সাধারণের নিরাপত্তার ক্ষেত্রে সঙ্কট তৈরির করার জন্য হুঁশিয়ারি দিয়েছে তারা।
জিমের নাম অ্যান্টিগ্র্যাভিটি ক্লাব। মালিক যুধিষ্ঠির জয়সিং আগে দাবি করেছিলেন, জিম পুরোপুরি বন্ধ আছে, বন্ধুবান্ধবরা রবিবার এসে একটু মজা করছিলেন শুধু। শাহিদ চণ্ডীগড়ে শ্যুট করছিলেন, চোট পাওয়ায় তাঁকে বলেছিলেন, ওয়ার্কআউটের কিছু জিনিসপত্র তৈরি রাখতে। তাই তাঁকে ঠিক কীভাবে চোটমুক্ত হতে হবে তা দেখাচ্ছিলেন তিনি। এভাবে তাঁরা নিয়মিতই একে অপরের বাড়ি গিয়ে ওয়ার্কআউট করেন।
শাহিদ জার্সি ছবির শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন ঠিকই কিন্তু করোনার জেরে সব শ্যুটিং ১৯ থেকে ৩১ তারিখ পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। এ নিয়ে গত সপ্তাহে টুইট করেন তিনি, বলেন, ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে যার পক্ষে যতটুকু সম্ভব করা আমাদের সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে।
At a time like this it is our social responsibility to do everything in our capacity to curb the spread of this virus. Team #Jersey is suspending shoot so as to enable all unit members to be with their families and in the safety of their homes. Be responsible. Stay safe.❤️🙏
— Shahid Kapoor (@shahidkapoor) March 14, 2020
অথচ রবিবারই তাঁর এই কাণ্ড।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement