এক্সপ্লোর
Advertisement
অল্পদিন আগে ফের বাবা হয়েছেন শাহিদ কপূরের 'বাবা', শেয়ার করলেন শিশু পুত্রের ছবি
স্ত্রী বন্দনা সাজনানির সঙ্গে বিবাহবার্ষিকী উপলক্ষ্যে ছেলের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন পঞ্চাশোর্দ্ধ রাজেশ।
মুম্বই: গত অগাস্টে বাবা হয়েছেন শাহিদ কপূরের সৎ বাবা ও ঈশান খাট্টারের বাবা, ছোট পর্দার চেনা মুখ রাজেশ খাট্টার। এতদিন পর ছোট ছেলের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন তিনি।
স্ত্রী বন্দনা সাজনানির সঙ্গে বিবাহবার্ষিকী উপলক্ষ্যে ছেলের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন পঞ্চাশোর্দ্ধ রাজেশ। এটি তাঁদের দ্বাদশ বিবাহবার্ষিকী। পোস্টে লকডাউনের সময় সবাইকে ঘরে থাকার অনুরোধ করা হয়েছে।
শাহিদ কপূর রাজেশের আপন ছেলে নন, তিনি অভিনেতা পঙ্কজ কপূরের ছেলে। তাঁর মা নীলিমা আজিম ১৯৯০-এ বিয়ে করেন রাজেশকে, তখন ঈশানের জন্ম হয়। ২০০১-এ তাঁদের ডিভোর্স হয়, ২০০৮-এ রাজেশ বিয়ে করেন বন্দনা সাজনানিকে। গত বছর ছেলের জন্মের পর রাজেশ বলেছিলেন, পঞ্চাশের ওপর বয়স হয়ে যাওয়ায় ফের বাবা হওয়া তাঁর কাছে চ্যালেঞ্জ ছিল। কিন্তু এ ক্ষেত্রে তিনি তো প্রথম নন, শেষ তো ননই। বন্দনাও জানিয়েছেন, বাবা মা হওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছিলেন তাঁরা। তিনটি গর্ভপাত, তিনটি আইইউটি ফেলিওর ও তিনবার আইভিএফ ফেলিওরের পর অবশেষে তাঁদের সন্তান এসেছে। আনন্দ প্রকাশের ভাষা তাঁদের জানা নেই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement