Sheikh Hasina : 'চূড়ান্ত হতাশ', রাজনীতিতে আর ফিরবেন না শেখ হাসিনা ? বড় ইঙ্গিত পুত্রের
Bangladesh Interim Government: অন্তর্বর্তী সরকার গঠনের কথা সাংবাদিক বৈঠকের করে জানিয়ে দিয়েছেন সেনাপ্রধান।
ঢাকা : জ্বলছে বাংলাদেশ। প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেশছাড়া শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার গঠনের কথা সাংবাদিক বৈঠকের করে জানিয়ে দিয়েছেন সেনাপ্রধান। কিন্তু, যে বাংলাদেশের দ্রুত উত্থান হচ্ছিল এশিয়ার মানচিত্রে, তার ভবিষ্যৎ এবার কী হবে ? তা নিয়ে শুরু হয়ে গেছে চর্চা। এরই মধ্যে বড় মন্তব্য করলেন শেখ হাসিনার পুত্র সাজিব ওয়াজেদ জয় । শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না বলে মন্তব্য করেন সাজিব। BBC World Service-কে দেওয়া সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন তিনি।
ক্ষমতায় থাকাকালীন হাসিনা বাংলাদেশের জন্য কী করেছেন তার তথ্য তুলে ধরে সাজিব ওয়াজেদ জয় বলেন, 'উনি (শেখ হাসিনা) বাংলাদেশকে ঘুরিয়ে দিয়েছেন। উনি যখন দায়িত্ব নেন তখন বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্র হিসাবে গণ্য করা হত। গরিব দেশ ছিল। কিন্তু, তখন থেকে এপর্যন্ত বাংলাদেশকে এশিয়ার উদীয়মান বাঘ বলা হয়। উনি খুব হতাশ হয়ে পড়েছেন।'
এর পাশাপাশি তিনি আন্দোলনকারীদের ঠেকাতে বাংলাদেশ সরকার অতিরিক্ত বাহিনী ব্যবহার করেছিল বলে যে অভিযোগ উঠেছে তাও খারিজ করে দেন হাসিনা-পুত্র। তিনি বলেন, 'পুলিশকর্মীদের পিটিয়ে হত্যা করা হচ্ছে..গতকালই ১৩ জনকে খুন করা হয়। যখন জনতা মানুষকে পিটিয়ে খুন করছে তখন পুলিশ কী করতে পারে বলে আপনি আশা করেন '
সরকারি চাকরিতে সংরক্ষণ প্রথার সংস্কার নিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল বাংলাদেশে, তা এখন কার্যত গণআন্দোলনের আকার নিয়েছে। যার জেরে পতন হয়েছে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামি লিগ সরকারের। সেদেশের সেনা ঘোষণা করেছে দেশে এখন অন্তর্বর্তীকালীন সরকার চলবে।
এর পাশাপাশি দেশের পরিস্থিতি নিয়ে ফেসবুকে নিজের বক্তব্যের একটি ভিডিও পোস্ট করেন সাজিব। সেখানে সেনার উদ্দেশে তিনি বলেন, 'মিলিটারির প্রতি আমার আহ্বান, আপনাদের দায়িত্ব আমাদের দেশের মানুষকে নিরাপদ রাখা। দেশকে, দেশের সংবিধানকে নিরাপদ রাখা। সংবিধানকে রক্ষা করা । তার মানে এক মিনিটের জন্যও কোনও অনির্বাচিত সরকারকে ক্ষমতায় আসতে দেবেন না। এটা আপনাদের দায়িত্ব। কারণ, সেটা হলে আমরা আবার পাকিস্তানের মতো হয়ে যাব। আমাদের এই যে ১৫ বছরের উন্নয়ন...সব শেষ হয়ে যাবে। বাংলাদেশ এর থেকে আর কোনও দিন ফিরে আসবে না। আমি সেটা চাই না, আপনারাও সেটা চান না। যতদিন আমার পক্ষে সম্ভব, আমি সেটা হতে দেব না।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।