Sonia Gandhi Hospitalised: অসুস্থ সনিয়া গাঁধী, ভর্তি শিমলার হাসপাতালে, কাল দিল্লি ফেরানো হতে পারে
Sonia Gandhi News: রবিবার সনিয়াকে দিল্লি ফিরিয়ে আনা হতে পারে।

নয়াদিল্লি: কংগ্রেস নেত্রী সনিয়া গাঁধী হাসপাতালে ভর্তি। শিমলার ইন্দিরা গাঁধী মেডিক্যাল কলেজে ভর্তি সনিয়া। শনিবার অসুস্থ বোধ করেন তিনি। অস্থিরতা অনুভব করছেন বলে জানান। এর পরই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ব্যক্তিগত কাজে হিমাচলপ্রদেশে রয়েছেন সনিয়া। শনিবার সেখানেই অসুস্থ বোধ করেন। রবিবার সনিয়াকে দিল্লি ফিরিয়ে আনা হতে পারে। (Sonia Gandhi Hospitalised)
কংগ্রেস সূত্রে খবর, এদিন অস্বস্তি বোধ করেন সনিয়া। অস্থিরতার কথা জানান। এর পরই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে দেখেন। ইন্দিরা গাঁধী মেডিক্যাল কলেজেের এক সিনিয়র চিকিৎসক জানিয়েছেন, সনিয়াকে হাসপাতালে আনা হয়। সম্পূর্ণ ডাক্তারি পপীক্ষা হয়েছে তাঁর। রক্তচাপ তুলনামূলক বেশি থাকলেও, এমনিতে স্থিতিশীলই ছিলেন কংগ্রেস নেত্রী। (Sonia Gandhi News)
Congress Parliamentary Party chairperson Sonia Gandhi has been brought to Indira Gandhi Medical College & Hospital in Shimla for routine health check-up due to some minor health issues. Doctors are examining her. She is stable. Details awaited: Naresh Chauhan, Principal Advisor… pic.twitter.com/As7QsoWsNe
— ANI (@ANI) June 7, 2025
হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা নরেশ চৌহান বলেন, "ওঁর (সনিয়া গাঁধীর) অবস্থা স্থিতিশীল রয়েছে। হাসপাতালে রুটিন চেকআপ হয়েছে। কিছু সমস্যা রয়েছে শরীরে। চিকিৎসকরা পরীক্ষা করে দেখছেন।" সনিয়ার স্বাস্থ্যের অবস্থা নিয়ে এখনও পর্যন্ত হাসপাতালের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে হাসপাতাল চত্বরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু এই মুহূর্তে দু'দিনের উনা সফরে রয়েছেন। সেই সফরে কাটছাঁট করে তিনি হিমাচল ফিরছেন বলে জানা যাচ্ছে।
#WATCH | Himachal Pradesh | Congress Parliamentary Party chairperson Sonia Gandhi leaves from Indira Gandhi Medical College & Hospital in Shimla after her medical examination. She had come here for a routine health check-up due to some minor health issues. pic.twitter.com/OByP3Z8OEA
— ANI (@ANI) June 7, 2025
হিমাচলে একটি বাড়ি রয়েছে সনিয়া-কন্যা প্রিয়ঙ্কা গাঁধীর। সেখানে যাতায়াত করেন সনিয়া। এবারও সেখানেই ছিলেন বলে জানা যাচ্ছে। এই নিয়ে বেশ কয়েক বার হাসপাতালে ভর্তি হলেন সনিয়া। বছর দুয়েক আগেই দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ভাইরাল সংক্রমণ, ব্রঙ্কাইটিস নিয়েও তার আগে হাসপাতালে ভর্তি হতে হয় সনিয়াকে। দু'-দু'বার কোভিডেও আক্রান্ত হন সনিয়া। সনিয়ার শরীরে ক্যান্সারও বাসা বেঁধেছিল।






















