Soumita Chatterjee Death LIVE UPDATE: ট্যুইট করে শোকপ্রকাশ অমিতাভ বচ্চনের
এক মাসের বেশি সময় ধরে চলছিল মৃত্যুর সঙ্গে লড়াই। করোনা আক্রান্ত হয়ে ৬ অক্টোবর ভর্তি হন হাসপাতালে।
LIVE
Background
কলকাতা: দীর্ঘ ছয় দশকের উজ্জ্বল ‘অভিযান’-এর সমাপ্তি। প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়। শেষ ফাইটটা জেতা হল না ক্ষিদ্দার। বেলভিউ হাসপাতালে প্রয়াণ সৌমিত্র চট্টোপাধ্যায়ের।
এক মাসের বেশি সময় ধরে চলছিল মৃত্যুর সঙ্গে লড়াই। করোনা আক্রান্ত হয়ে ৬ অক্টোবর ভর্তি হন হাসপাতালে। ১৯৫৯ সালে ‘অপুর সংসার’ দিয়ে সিনেমায় অভিনয় শুরু।
সত্যজিৎ রায়ের ১৪টি ছবিতে অভিনয় সৌমিত্রবাবুর। ফেলুদা থেকে অপুর চরিত্রে চিরস্মরণীয় সৌমিত্র চট্টোপাধ্যায়। কাজ করেছেন মৃণাল সেন, তপন সিংহ, অজয় করের সঙ্গেও। ‘ঝিন্দের বন্দি’তে উত্তম কুমারের প্রতিস্পর্ধী প্রতিনায়ক।
তিনশোরও বেশি ছবিতে অভিনয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের। রুপোলি পর্দার পাশাপাশি দাপিয়ে বেড়িয়েছেন মঞ্চেও। ‘টিকটিকি,’ ‘হোমাপাখি’, ‘ঘটক বিদায়’-এর মতো নাটকে স্মরণীয় অভিনয়।
কিং লিয়রের ভূমিকায় চমকে দিয়েছিলেন দর্শকদের। লিখেছেন ১৪টি কাব্যগ্রন্থ, করেছেন পত্রিকা সম্পাদনাও। ২০০৪ সালে পদ্মভূষণে সম্মানিত। ২০১১ সালে পান দাদাসাহেব ফালকে সম্মান। ফ্রান্সের সর্বোচ্চ জাতীয় সম্মান পেয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ২০১৮ সালে পান ‘লেজিয়ঁ দ্য নর’ সম্মান ।
জীবনের আশীর্বাদ বলে মনে করেন 'কোনি' ছবিতে অভিনয়ের সুযোগ। 'কোনির সঙ্গে যুক্ত সবাই তো চলেই গিয়েছেন। ভগবানের সঙ্গে লড়াই চলছিল ক্ষিদ্দার। জিততে পারলেন না।' শ্যুটিং-এর অভিজ্ঞতা থেকে মানুষ সৌমিত্রকে চেনা, এবিপি আনন্দের সঙ্গে কথা বলতে গিয়ে কখনও গলা ধরে এল, কখনও স্মৃতির ঝুলি উপুড় করে দিলেন শ্রীপর্ণা।