এক্সপ্লোর
Sourav Ganguly Health: সৌরভের ধমনীতে বসানো ড্রাগ ইলিউটিং স্টেন্ট কী করে, কী দিয়ে তৈরি, জেনে নিন
পরবর্তী চিকিত্সাম পদ্ধতি নিয়ে সোমবার বৈঠকে বসে সৌরভের চিকিত্সা র দায়িত্বে থাকা ৯ সদস্যের মেডিক্যাল বোর্ড। ভিডিও কনফারেন্সে যোগ দিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের শল্য চিকিত্সনক রমাকান্ত পণ্ডা এবং বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। চেন্নাই থেকে ফোনে ছিলেন চিকিত্স ক স্যামুয়েল ম্যাথ্যু। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সৌরভের স্ত্রী ডোনা ও দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও।
কলকাতা: নতুন বছরের দ্বিতীয় দিনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অসুস্থতার খবরে উদ্বেগ ছড়িয়েছিল গোটা দেশে। দু’দিন পর আপাতত কিছুটা স্বস্তি।
হাসপাতাল সূত্রে খবর, সৌরভের হৃদপিন্ডে রক্ত সরবরাহকারী তিনটি ধমনীতে ‘ব্লকেজ’ ধরা পড়ে। তারমধ্যে একটি ধমনীতে স্টেন্ট বসানোর পর ভাল রয়েছেন সৌরভ। এবার পরবর্তী চিকিত্সাম পদ্ধতি নিয়ে সোমবার বৈঠকে বসে সৌরভের চিকিত্সা র দায়িত্বে থাকা ৯ সদস্যের মেডিক্যাল বোর্ড। ভিডিও কনফারেন্সে যোগ দিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের শল্য চিকিত্সনক রমাকান্ত পণ্ডা এবং বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। চেন্নাই থেকে ফোনে ছিলেন চিকিত্স ক স্যামুয়েল ম্যাথ্যু। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সৌরভের স্ত্রী ডোনা ও দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও।
হাসপাতাল সূত্রে খবর, সৌরভের তিনটি ধমনীতে ব্লকেজ ধরা পড়েছে ডান দিকের ধমনীতে প্রায় ৯০ শতাংশ ব্লক ছিল। যেখানে স্টেন্ট বসানো হয়েছে। বাকি দু’টি ধমনীতে ব্লক প্রায় ৭০ শতাংশ। তবে সৌরভের ধমনীতে আরও দুটো স্টেন্ট বসানোর সিদ্ধান্ত আপাতত সাময়িকভাবে মুলতবি রাখা হচ্ছে। সাত থেকে দশ পরদিন পর এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সৌরভকে দেখতে মঙ্গলবার আসছেন দেবী শেঠি। তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। দু’এক দিনের মধ্যে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। উডল্যান্ডস হাসপাতালের সিইও রুপালি বসু বলেছেন, সকলেই বলেছেন ঠিক চিকিত্সাো হয়েছে। এই মুহূর্তে দুটো স্টেন্ট বসানো নিয়ে সিদ্ধান্ত পরে। কাল দেবী শেঠি আসবেন। পরশু হয়ত ছাড়া হবে।
বিশেষজ্ঞরা বলছেন, গোল্ডেন আওয়ারে হাসপাতালে আসা এবং সঠিক সময়ে স্টেন্ট বসানোয় এ যাত্রায় রক্ষা পেয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট। কিন্তু কী ধরনের স্টেন্ট বসানো হল সৌরভের ধমনীতে? কী বা তার বিশেষত্ব?
চিকিত্সকদের মতে, ধমনীতে তৈরি হওয়া এই ধরনের ব্লকেজ মুহূর্তের মধ্যে মায়ো কার্ডিয়াক ইনফ্রাকশন ঘটাতে পারে, যেমনটা হয়েছিল সৌরভের ক্ষেত্রে। এই অবস্থায় মানুষের জীবন বাঁচাতেই কাজে আসে স্টেন্ট। এই স্টেন্ট একপ্রকার ধাতব জালিকা।
হাসপাতাল সূত্রে খবর, সৌরভের ধমনীতে যে স্টেন্ট বসানো হয়েছে, তার নাম ড্রাগ ইলিউটিং স্টেন্ট।
কী এই স্টেন্টের বৈশিষ্ট্য? এর ভিতরের স্তরটি তৈরি হয়েছে মূল্যবান ধাতু প্ল্যাটিনাম ও ইরিডিয়াম দিয়ে। আর বাইরের স্তরে রয়েছে কোবাল্ট ও অ্যালয়। ধমনীর মধ্যে রক্ত যাতে কোনওভাবে জমাট বাধতে না পারে, সেজন্য নির্দিষ্ট সময় অন্তর এই স্টেন্ট থেকে বিশেষ ধরনের ওষুধ বের হয়। এরপর সময়ের সঙ্গে সঙ্গে ধমনীর ভিতরের স্তরের সঙ্গে মিশে যায় এই স্টেন্ট। সৌরভের বাকি দুটি ধমনীতেও এই ড্রাগ ইলিউটিং স্টেন্টই বসানোর পরিকল্পনা রয়েছে চিকিত্সটকদের।
হাসপাতাল সূত্রে খবর, এই মুহূর্তে বিসিসিআই প্রেসিডেন্টের রক্তচাপ, সুগার, পালস রেট, অক্সিজেনের মাত্রা-সবই ঠিক রয়েছে। এদিন নিজের কেবিনে বসে টিভিও দেখেন মহারাজ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খেলার
উত্তর ২৪ পরগনা
জেলার
জেলার
Advertisement