Murshidabad Mishap: মুর্শিদাবাদে গঙ্গায় স্নানে নেমে মৃত ২ শিশু, নিখোঁজ আরও ১
আরও ২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে...
![Murshidabad Mishap: মুর্শিদাবাদে গঙ্গায় স্নানে নেমে মৃত ২ শিশু, নিখোঁজ আরও ১ 2 kids drown bathing at Ganges at Murshidabad, another missing Murshidabad Mishap: মুর্শিদাবাদে গঙ্গায় স্নানে নেমে মৃত ২ শিশু, নিখোঁজ আরও ১](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/03/ff8ed1e919716bd32d7d57ed3b290c3e_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: নশিপুর গঙ্গা ঘাটে স্নান করতে গিয়ে তলিয়ে যায় পাঁচ শিশু। স্থানীয়দের তৎপরতায় দুজনকে জীবিত উদ্ধার করা গেলেও বাকি দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এখনও নিখোঁজ এক শিশু।
স্থানীয় সূত্রে খবর, কাঠগোলা এলাকার বাসিন্দা অজিত মণ্ডল কয়েকদিন আগে মারা যান,শনিবার তার প্রথম ঘাট কাজ ছিল। পরিবারের লোকজন গঙ্গাঘাটে যাওয়ার আগেই পরিবারের ৫ শিশু গঙ্গা ঘাটে স্নান করতে চলে যায়।
তখনই পরিবারের লোকজন শিশুদের আচমকাই তলিয়ে যেতে দেখেন। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। নিখোঁজ শিশুর সন্ধানে শুরু হয় তল্লাশি।
ঘটনার খবর পেয়ে নশীপুর ঘাটে পৌঁছয় পুলিশ। মর্মান্তিক ঘটনায় কান্নায় ভেঙে পরে শিশুদের আত্মীয়রা। গঙ্গার ঘাটে উপচে পড়ে এলাকাবাসীদের ভিড়। অপরদিকে সাহানগর ফেরিঘাটে বছর তেরোর এক কিশোর গঙ্গায় তলিয়ে যায় শনিবার। নিখোঁজের খোঁজে শুরু হয় তল্লাশি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)