মোবাইলে মিসড কল দেওয়া নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ, আহত ৭
![মোবাইলে মিসড কল দেওয়া নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ, আহত ৭ 2 neighbours clash over mobile ‘missed call’ মোবাইলে মিসড কল দেওয়া নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ, আহত ৭](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/01/03191811/mld-missed-call-clash.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মালদা: মোবাইলে মিসড কল দেওয়া নিয়ে মালদায় দুই পরিবারের মধ্যে ভয়াবহ সংঘর্ষ। ধারাল অস্ত্র নিয়ে একে অপরের ওপর চড়াও হওয়ার অভিযোগ। জখম অন্তত সাতজন। ঘটনাটি ঘটেছে মালদার রতুয়ায়। মেহের আলি নামে আহত এক ব্যক্তির দাবি, মঙ্গলবার এনাউল শেখ নামে এক প্রতিবেশীর মেয়ে তাঁর ছেলের মোবাইল ফোনে মিসড কিল দিচ্ছিল। এতে বিরক্ত হয়ে এনাউলের বাড়িতে যান মেহের আলি। কিন্তু, সামান্য একটা মিসড কল নিয়েই দু’পক্ষের মধ্যে বাদানুবাদ রীতিমতো উত্তপ্ত আকার নেয়। কিছুক্ষণের মধ্যেই তা গড়ায় হাতাহাতিতে। ধারাল অস্ত্র নিয়ে একে অপরের ওপর চড়াও হয় দু’পক্ষ। সংঘর্ষে মোট সাতজন আহত হয়েছে। থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে দুই পরিবারই।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)