পূর্ব বর্ধমানে নাবালিকা মেয়েকে ‘বিক্রির চেষ্টা’, ধৃত বাবা সহ ৫
পূর্ব বর্ধমান: পরিবার হলেও মেয়ের যাতে ১৮ বছরের আগে বিয়ে না হয় এবং বিয়ের সময় যাতে কোনও সমস্যা না হয় -- সে জন্য উদ্যোগী রাজ্য সরকার। কিন্তু তার পরেও নাবালিকা মেয়ের বিয়ে দেওয়ার চেষ্টা। বিয়ে দিতে না পারায় মেয়েকে বিক্রির চেষ্টার অভিযোগ। মা ও মেয়ের এফআইআর-এ গ্রেফতার বাবা ও পাত্র সহ ৫। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারির দখলপুরে। পরিবারের অভিযোগ, উত্তর প্রদেশের বাসিন্দা দুর্গেশ জাঠামের সঙ্গে মঙ্গলবার নাবালিকা মেয়ের বিয়ে ঠিক হয়। খবর পেয়ে তা আটকে দেন বিডিও। অভিযোগ, তখন মেয়েকে ৬০০০ টাকায় বিক্রির চক্রান্ত করেন বাবা। স্ত্রী ও মেয়ের লিখিত অভিযোগের ভিত্তিতে বাবা ও পাত্র সহ ৫জনকে গ্রেফতার করে পুলিশ। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তাঁরা। অভিযুক্তদের গ্রেফতারির পর ভোল বদল অভিযোগারীদেরও। লিখিত অভিযোগের পর অভিযোগকারীদের বয়ান বদলে ফাঁপরে প্রশাসন। ঘটনার পিছনে কোনও চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন।