গঙ্গাসাগরে অসুস্থ হয়ে মৃত্যু ৯ পুণ্যার্থীর, ‘পদপিষ্টে মৃত্যুর’ ক্ষতিপূরণ ঘোষণা মোদীর, ক্ষুব্ধ রাজ্য
দক্ষিণ ২৪ পরগনা: একদিকে প্রবল ঠান্ডা, অন্যদিকে লঞ্চের জন্য অপেক্ষা। সাগর স্নান সেরে ফেরার পথে অসুস্থ হয়ে ৯ পুণ্যার্থীর মৃত্যু। সংক্রান্তির স্নান সেরে ফেরার জন্য রবিবার সকাল থেকে সাগরের প্রতিটি ঘাটে ছিল অসংখ্য পুণ্যার্থীর ভিড়। সকাল ১০টা নাগাদ জোয়ার আসার পর শুরু হয় পারাপার। পারাপার শুরু হলেও প্রতিটি ঘাটে অপেক্ষা করতে হয় বহু পুণ্যার্থীকে। প্রচন্ড ঠান্ডার মধ্যে লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন বৃদ্ধা ও বৃদ্ধা। তাঁদেরকে স্থানীয় অস্থায়ী হাসপাতাল ও রুদ্রনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যু হয় কয়েকজনের। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক পিবি সেলিম জানিয়েছেন, কচুবেড়িয়ায় মৃত্যু হয়েছে ৬ জনের, সাগরে মারা গিয়েছেন ২ জন, নামখানায় ১ জন। প্রচন্ড ঠান্ডাতে অসুস্থ হয়েই সবার মৃত্যু হয়েছে।তিনি দাবি করেন, হুড়োহুড়ি বা ভিড়ের চাপে মৃত্যুর কোনও ঘটনা ঘটেনি। কয়েকজন অসুস্থকে ভর্তি করা হয়েছে স্থানীয় অস্থায়ী হাসপাতাল ও রুদ্রনগর হাসপাতালে। এদিকে, ‘পদপিষ্টে’ মৃত্যু হয়েছে, এই তথ্যের ভিত্তিতে এদিন গঙ্গাসাগরের ঘটনায় টুইটারে দুঃখপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ারও ঘোষণা করেন তিনি। পাশাপাশি, আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণাও করেন মোদী।
[embed]https://twitter.com/PMOIndia/status/820658267919646720[/embed] [embed]https://twitter.com/PMOIndia/status/820658378565447685[/embed] [embed]https://twitter.com/PMOIndia/status/820658508064497664[/embed]যদিও, রাজ্য আবারও জানিয়ে দিয়েছে, পদপিষ্টের কোনও ঘটনা ঘটেনি।গতবারও এভাবে ৮ জনের মৃত্যু হয়। রাজ্য সরকারের সঙ্গে কথা না বলে এবারের ঘটনাকে ‘পদপিষ্ট হয়ে মৃত্যু’ বলে প্রধানমন্ত্রীর দফতর ক্ষতিপূরণ ঘোষণা করায় স্বাভাবিকভাবে ক্ষুব্ধ রাজ্য সরকার।