এক্সপ্লোর
স্বামী বাপের বাড়িতে ফেলে রেখে উধাও, সংসার করতে চেয়ে দেগঙ্গায় ধর্নায় গৃহবধূ
মাস দেড়েক সংসারও করেছেন তারা। কিন্তু সেখান থেকে বাড়ি ফিরে আর তাঁর সঙ্গে কোনও সম্পর্ক রাখেননি আলফাজ।
![স্বামী বাপের বাড়িতে ফেলে রেখে উধাও, সংসার করতে চেয়ে দেগঙ্গায় ধর্নায় গৃহবধূ a housewife demonstrates sit in protest to get entry in her in laws home স্বামী বাপের বাড়িতে ফেলে রেখে উধাও, সংসার করতে চেয়ে দেগঙ্গায় ধর্নায় গৃহবধূ](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/11/02201623/n24-Deganga-Housewife-protest-1.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
দেগঙ্গা: স্বামীর ঘর করতে চেয়ে এবার ধর্নায় বসলেন এক গৃহবধূ। যেখানে সঙ্গী হয়েছেন তাঁর বাবাও। সোমবার সকালে যে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দেগঙ্গার বেনাপুর এলাকায়।
'আমি শ্বশুর বাড়িতে থাকতে চাই' প্ল্যাকার্ড নিয়ে বেঞ্চ পেতে ধর্নায় বসেছেন তানজিনা খাতুন নামের গৃহবধূ। তাঁর অভিযোগ, আলফাজ রহমানের সঙ্গে মাস পাঁচেক আগে বিয়ে হয় তাঁর। গৌরীপুরে তাদের বাড়িতে মাস দেড়েক সংসারও করেছেন তারা। কিন্তু সেখান থেকে বাড়ি ফিরে আর তাঁর সঙ্গে কোনও সম্পর্ক রাখেননি আলফাজ। তাঁর মা তানজিনাকে মেনে নেবেন না বলেই নাকি জানিয়েছেন তাঁকে।
গৃহবধূর সুরেই অভিযোগ শোনা গিয়েছে তাঁর বাবা মহম্মদ আলি মল্লিকের গলাতেও। তিনি বলেছেন, 'বিয়ের পর কিছুদিন আমাদের বাড়িতে ছিল ও। তারপর বাড়ি এসে আর ফেরৎ যায়নি আমার মেয়েকে আনতে। তাই বাধ্য হয়েই আমরা এখানে এসেছি।' গৃহবধূর বাবার হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, আমার বাবা গরিব বলে মেনে নিচ্ছে না শাশুড়ি মা। পাশাপাশি অন্য প্ল্যাকার্ডে গ্রামবাসীর তাদের প্রতি সুবিচার নিশ্চিত করার বার্তাও দিয়েছেন তাঁরা।
কিছু মাস আগেই প্রেমিকাকে স্ত্রী করতে চেয়ে তাঁর বাড়ির সামনে ধর্নায় বসেছিলেন এক যুবক। যে ধর্না শেষমেশ পরিণতি পেয়েছিল সাতপাকে। এবারে ধর্নায় বসা গৃহবধূও বলেছেন, ‘যতক্ষণ না স্বামীর ঘর ফিরে পাই ততক্ষণ ধর্নায় বসে থাকব।' অভিযুক্ত আলফাজ রহমান অবশ্য বাড়িতে তালা দিয়ে সপরিবারে পালিয়ে গিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)