এক্সপ্লোর
Advertisement
বাঁকুড়ায় ১৩ দিনের ছেলেকে কুয়োয় ফেলে খুনের অভিযোগ, গ্রেফতার তরুণী
কী কারণে এই খুন, সেটা এখনও তদন্তকারীদের কাছে স্পষ্ট নয়।
পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: যাঁর জন্য পৃথিবীর আলো দেখা, তাঁরই বিরুদ্ধেই প্রাণ কেড়ে নেওয়ার অভিযোগ! বাঁকুড়ায় ১৩ দিনের সদ্যোজাতকে খুনের অভিযোগে গ্রেফতার মা।
কুয়ো থেকে উদ্ধার শিশুপুত্রের মৃতদেহ। কী কারণে এই খুন, সেটা এখনও তদন্তকারীদের কাছে স্পষ্ট নয়।
নৃশংস এই ঘটনা ঘটেছে বাঁকুড়ার সদর থানা এলাকার করণজোড়া গ্রামে। পরিবার সূত্রে খবর, গত ৭ অগাস্ট বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন ২১ বছরের রচনা বাউড়ি। হাসপাতাল থেকে ফেরার পর সন্তানসহ শ্বশুরবাড়িতে আলাদা ঘরে থাকতেন ওই তরুণী। পুলিশ সূত্রে দাবি, ২০ অগাস্ট, বৃহস্পতিবার ভোরে তিনি স্বামী ও শাশুড়িকে জানান, সন্তানকে কেউ চুরি করেছে। অনেক খুঁজেও সদ্যোজাতর হদিশ মেলেনি। তরুণী, তাঁর স্বামী ও শাশুড়িকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। টানা জেরায় ভেঙে পড়ে তরুণী বলেন, ছেলেকে তিনি কুয়োয় ফেলে দিয়েছেন!
ধৃত তরুণীর শাশুড়ি লটনী বাউড়ি জানিয়েছেন, ‘নাতি হওয়ায় খুব আনন্দে ছিলাম। সকালে উঠে বলে, বাচ্চা চুরি গিয়েছে। আমরা সবাই কাঁদছিলাম। ও কান্নাকাটি করেনি।’
এই তরুণীর স্বামী আশিস বাউড়ি জানিয়েছেন, ‘আমাদের মধ্যে কোনও ঝামেলা ছিল না। কী কারণে এমনটা করল কিছুই বুঝতে পারছি না।’
শুক্রবার অভিযুক্ত তরুণীকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে বাঁকুড়া আদালত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement