এক্সপ্লোর
গঙ্গাসাগর থেকে ফেরার পথে দুর্ঘটনা, মৃত ১
![গঙ্গাসাগর থেকে ফেরার পথে দুর্ঘটনা, মৃত ১ Accident of bus while returning from Ganga Sagar, old lady died গঙ্গাসাগর থেকে ফেরার পথে দুর্ঘটনা, মৃত ১](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/01/14202253/Sagar-Bus-Accdent.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
গঙ্গাসাগর: পুণ্য লাভের আশায় এসেছিলেন গঙ্গাসাগরে। কিন্তু আর ফেরা হল না। কুয়াশা ঢাকা পথে দুর্ঘটনার কবলে পড়ল বাস। মৃত্যু হল ভিনরাজ্যের এক পুণ্যার্থীর। আহত ১৭ জন সহযাত্রী।
আজ ভোরে গঙ্গাসাগর থেকে ফেরার পথে কচুবেড়িয়ার কাছে কালীবাজারে উল্টে যায় পুণ্যার্থী বোঝাই বাস। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয় বাসিন্দারা। ঝাড়খণ্ড থেকে আসা এক প্রৌঢ়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
এর কয়েক ঘণ্টার মধ্যে আবার দুর্ঘটনার কবলে পড়ে পুণ্যার্থী বোঝাই অন্য একটি বাস। বেলা সাড়ে ১২টা নাগাদ রুদ্রনগরের কাছে পুণ্যার্থী বোঝাই একটি বাস নয়ানজুলিতে পড়ে যায়। চালক-সহ ১২ জন গুরুতর আহত হন। বেশ কয়েকজন মহিলা ও শিশু রয়েছে আহতদের মধ্যে। দুর্ঘটনার পর দ্রুত উদ্ধারকার্য শুরু করে পুলিশ।
অন্যদিকে, শনিবার গভীর রাতে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের মুচিপাড়া মোড়ে সময় ডিভাইডারে ধাক্কা মেরে পুণ্যার্থী বোঝাই বাস উল্টে যাওয়ায় আহত হন ১০ মহিলা-সহ ১৫ জন। মহারাষ্ট্র থেকে ওই পুণ্যার্থীরা বুদ্ধগয়া এবং কাশী হয়ে গঙ্গাসাগর যাচ্ছিলেন। দুর্ঘটনার পর থেকে বাসের চালক পলাতক। বাসটিকে আটক করেছে নিউ টাউনশিপ থানার পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)