(Source: ECI/ABP News/ABP Majha)
ওড়িশায় কাজে গিয়ে মৃত্যু বাঁকুড়ার যুবকের, পুলিশের অনুমান আত্মহত্যা
বাঁকুড়া: রাজস্থান, কেরল, গুজরাত, দিল্লির পর এবার ওড়িশা। ভিনরাজ্যে কাজে গিয়ে প্রাণ গেল আরও এক বাঙালির। সম্প্রতি, রাজস্থানের রাজসমন্দে নৃশংসভাবে খুন করা হয় মালদার কালিয়াচকের বাসিন্দা আফরাজুল খানকে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার কর্মসূত্রে ওড়িশার রৌরকেল্লায় কাজে গিয়ে প্রাণ হারালেন বাঁকুড়ার বড়জোড়ার বছর তেইশের যুবক শ্যামল মণ্ডল। পেশায় গাড়িচালক ছিলেন তিনি। পরিবারের দাবি, সোমবার সকালে ফোনে তাঁদের সঙ্গে শেষবার কথা হয়। বাড়ির লোকেদের নতুন বছরের শুভেচ্ছাও জানান তিনি। কিন্তু, সকালের সমস্ত আনন্দ রাতের একটি খবরে বদলে যায় বিষাদে। পরিবারের দাবি, পুলিশ তাদের জানায় রৌরকেল্লার বালাজুড়িতে ভাড়াবাড়ি থেকে শ্যামল মণ্ডলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শ্যামল মণ্ডল আত্মহত্যা করেছেন। যদিও তা মানতে নারাজ মৃতের পরিবার। পুলিশ জানিয়েছে, তারা সমস্ত দিক খতিয়ে দেখছে। মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে, স্থানীয় প্রশাসন। দিন কুড়ি আগেই কেরলে কাজে গিয়ে মৃত্যু হয় বাঁকুড়ার ইন্দাসের হেমন্ত রায়ের। আর এবার সেই জেলারই আরও এক শ্রমিক শ্যামল মণ্ডলের মৃত্যুতে দানা বেঁধেছে রহস্য।