এক্সপ্লোর
বেলুড়ে রহস্যময় গ্যাস লিক, অসুস্থ অন্তত ৭০, শুরু পুলিশি তদন্ত

হাওড়া: বেলুড়ে গ্যাসলিক কাণ্ডে অন্তত ৭০ জন অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশ। রহস্য আপাতত দুটি জায়গায়। এক, কোথা থেকে এসেছিল ওই সিলিন্ডারগুলি? দুই, ঠিক কী ধরনের গ্যাস ছিল সেগুলিতে? তদন্তে এখনও কোনও সূত্র মেলেনি। প্রাথমিকভাবে সিলিন্ডারে ক্লোরিন গ্যাস ছিল বলে মনে হলেও তার জেরে জল সবুজ বা কচুরিপানা হলুদ হয় কিনা, সেই প্রশ্নই ভাবাচ্ছে তদন্তকারীদের। তদন্তে নেমে যে আঁচ পাওয়া যাচ্ছে তাতে ওই সিলিন্ডারগুলি দুর্গাপুর থেকে এসেছিল বলে মনে করা হচ্ছে। যতক্ষণ না সেগুলির উৎস সন্ধান করা যাচ্ছে, ততক্ষণ ভবিষ্যতে এ ধরনের আরও সিলিন্ডার ওই এলাকায় আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গতকাল বেলুড়ের বজরংবলী মার্কেটে একাধিক বাতিল গ্যাস সিলিন্ডার কাটার সময় ঝাঁঝালো গ্যাস লিক হয়ে অন্তত ৭০ জন অসুস্থ হয়ে পড়েন। ওই লোহা মার্কেটের একটি ছাট লোহার কারখানায় একাধিক বাতিল গ্যাস সিলিন্ডার কাটা হচ্ছিল। সে সময় একটি সিলিন্ডার থেকে ঝাঁঝালো গ্যাস লিক হতে শুরু করে। প্রথমে কারখানার বেশ কয়েকজন কর্মী অসুস্থ হয়ে পড়েন। গ্যাস এলাকায় ছড়িয়ে পড়ায় শিশু-মহিলা সহ স্থানীয়দের অনেকের শ্বাসকষ্ট শুরু হয়, শুরু হয় মাথার যন্ত্রণা, বমি। কেউ কেউ অজ্ঞানও হয়ে পড়েন বলে দাবি। অসুস্থদের নিয়ে যাওয়া হয় বেলুড় শ্রমজীবী হাসপাতাল এবং ঘুষুড়ির টিএল জয়সওয়াল হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল। বাতিল গ্যাস সিলিন্ডারটিকে বেলুড়ের জগন্নাথ ঘাটে নিয়ে গিয়ে তারা গঙ্গায় ফেলে। ঝাঁঝালো গ্যাসে কিছুক্ষণের মধ্যেই গঙ্গার জল হয়ে যায় সবুজ। পুলিশ জানিয়েছে, কারখানার মালিকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় বাসিন্দাদের দাবি, লিক করছে সেই অবস্থায় সিলিন্ডারটিকে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়ায় এলাকায় বেশি করে ঝাঁঝালো গ্যাস ছড়িয়ে পড়ে। যার জেরে আরও অনেকে অসুস্থ হয়ে পড়েন। এই অভিযোগে পুলিশ ও দমকলকে ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা। পরিস্থিতি খতিয়ে দেখতে টিএল জয়সওয়াল হাসপাতালে যান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। ঘটনাস্থলে পাঠানো হয় একটি মেডিক্যাল টিম।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















