আলিপুরদুয়ারে দিলীপ ঘোষের কনভয়ে ইটবৃষ্টি, ভাঙল গাড়ির কাচ, 'দায়ী তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা', অভিযোগ বিজেপির, নস্যাৎ শাসক দলের
দিলীপ ঘোষের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়া হলেও লক্ষ্যভ্রষ্ট হয়ে একই রঙের পেছনে থাকা আরেকটি গাড়ির কাচ ভেঙে যায়
আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয়ে হামলা। কনভয় লক্ষ্য করে ইটবৃষ্টি। দিলীপ ঘোষের গাড়ির ক্ষতি না হলেও কনভয়ের দুটি গাড়ির কাচ ভেঙে যায়। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই ঘটনার পিছনে রয়েছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
আজ সকালে মাদারিহাটে চায়ে পে চর্চার কর্মসূচি ছিল দিলীপের। সেই কর্মসূচি সেরে জয়গাঁর জনসভার উদ্দেশে রওনা হন বিজেপির রাজ্য সভাপতি। দলসিং পাড়ায় তাঁর কনভয় আটকায় পুলিশ। পুলিশের দাবি, মিছিলে ২৫টি মোটরবাইক থাকবে বলা হলেও আনা হয় অনেক বেশি মোটরবাইক।
প্রায় মিনিট ২০ এই নিয়ে পুলিশের সঙ্গে বচসা হয় বিজেপির নেতা-কর্মীদের। শেষপর্যন্ত পুলিশ কনভয় ছেড়ে দেয়। এরপর মিছিল জয়গাঁর জিএসটি মোড়ে পৌঁছোলে কালো পতাকা দেখানো হয়।
বিক্ষোভকারীরা দাবি করেন, তাঁরা তৃণমূলের সমর্থক। এরপর ঝর্না বস্তি ও শুনশুনি বাজারে দিলীপ ঘোষের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ ওঠে।
দিলীপ ঘোষের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়া হলেও লক্ষ্যভ্রষ্ট হয়ে একই রঙের পেছনে থাকা বিজেপি এসটি মোর্চার জেলা সভাপতি কমল পাখরিনের গাড়ির সাইড এবং পেছনের কাচ ভেঙে যায়। যদিও কেউ হতাহত হয় নি।