Dilip Ghosh on Cow Milk: ‘আসল দুধ না খেলে সোনার দর বুঝবেন কী করে!’ সোনা তত্ত্ব ফের উস্কে মন্তব্য দিলীপের
এ ব্যাপারে তৃণমূল নেতা তথা মন্ত্রী ফিরহাদ হাকিমের কটাক্ষ, দিলীপ ঘোষকে অনুরোধ, সোনা দেওয়া গরুকে আমার কাছে পাঠিয়ে দিন। গবেষণা করে দেখা যাবে।
কলকাতা: বাঙালিরা আজকাল প্যাকেটের দুধ খান। গরুর দুধ খান না। যাঁরা আসল দুধ খাননি, তাঁরা গরুর দুধে সোনার দর বুঝবেন কী করে? গরুর দুধে সোনা তত্ত্ব ফের উস্কে মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।
এ ব্যাপারে তৃণমূল নেতা তথা মন্ত্রী ফিরহাদ হাকিমের কটাক্ষ, দিলীপ ঘোষকে অনুরোধ, সোনা দেওয়া গরুকে আমার কাছে পাঠিয়ে দিন। গবেষণা করে দেখা যাবে।
উল্লেখ্য, বছর দুয়েক আগে গরুর দুধে সোনা রয়েছে বলে বিতর্ক উস্কে দিয়েছিলেন দিলীপ ঘোষ। তিনি বলেছিলেন, গরুর দুধে সোনার ভাগ রয়েছে।তাই দুধের রং একটু হলুদ। দেশি গরুর কুঁজে থাকে নাড়ি, তাকে স্বর্ণনাড়ি বলে, সূর্যের আলো পড়লে তা থেকে সোনা তৈরি হয়। এই গরুর দুধে থাকে রোগ প্রতিষেধক শক্তি।
দিলীপের ওই বক্তব্য বিশেষজ্ঞদের চোখ কপালে তুলে দিয়েছিল। তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। এদিন বিজেপির রাজ্য সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ কার্যত সেই পুরানো বিতর্কই উস্কে দিয়েছেন বলে মনে করা হচ্ছে। তিনি বলেছেন, আমি বলেছিলাম, গরুর দুধে সোনা পাওয়া যায়, তখন অনেকেই খুব সমালোচনা করেছিলেন। কিন্তু যাঁরা আসল দুধ খাননি, তাঁরা সোনার দর বুঝবেন কী করে?
তিনি বলেছেন, পুষ্টির জন্য দুধ খাওয়া প্রয়োজন। বিশেষ করে, শিশুদের জন্য দুধ খুবই প্রয়োজনীয়।একইসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন, বাঙালিরা আজকাল প্যাকেট দুধ খান। গরুর দুধ খান না। হজমের সমস্যা এতটাই যে অনেকেই দুধ ছাড়া লাল চা খান। যাঁরা আসল দুধ খাননি, তাঁরা গরুর দুধে সোনার দর বুঝবেন কী করে?
উল্লেখ্য, তৃণমূল রাজ্যে সাত আসনে ভোট চেয়ে সরব। পাঁচটি আসনে উপনির্বাচন ও দুটি আসনে অবিলম্বে ভোটের দাবি জানিয়েছে রাজ্যের শাসক দল। এ ব্যাপারে এদিন তৃণমূলকে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী থাকার জন্য উনি পাগল হয়ে যাচ্ছেন। তাই কোভিড বাড়লেও নির্বাচন চাইছেন। তৃণমূল উপ নির্বাচন চাওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ।