রাজ্যে ক্ষমতায় এলে স্কুটার বিলির প্রতিশ্রুতি বিজেপির, কটাক্ষ তৃণমূলের
কলকাতা: তৃণমূলের সাইকেল, ই-রিকশা রুখতে বিজেপির ভরসা স্কুটার? রাজ্যে ক্ষমতায় এলে স্কুটার বিলির প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি। তৃণমূল সরকার সাইকেল দিচ্ছে। রিকশও দেওয়ার ঘোষণা করেছে। এই প্রেক্ষাপটে স্কুটার নিয়ে আসরে হাজির বিজেপি! হ্যাঁ!! এমন প্রতিশ্রুতি শোনা গিয়েছে খোদ রাজ্য বিজেপি সভাপতির গলায়। তিনি জানিয়েছেন, পঞ্চায়েত ভোট থেকেই তাঁরা কার্যত বিধানসভা ভোটের প্রচার শুরু করে দেবেন। আর সেই প্রচারেই অন্যতম আকর্ষণ হয়ে উঠতে চলেছে রাজ্যে ক্ষমতায় এলে স্কুটার দেওয়ার প্রতিশ্রুতি। ক্ষমতায় আসার পর থেকে স্কুলপড়ুয়াদের সাইকেল দেয় তৃণমূল সরকার। পঞ্চায়েত ভোটের আগে বেকার যুবকদের ই রিকশা দেওয়ার কথাও ঘোষণা করেছে তারা। পর্যবেক্ষকদের একাংশের মতে, এই পরিস্থিতিতে তৃণমূলকে মাত দিতে উপহারের নতুন ডালি নিয়ে হাজির বিজেপি। উপঢৌকনের রাজনীতির পথে বিজেপিও! প্রতিশ্রুতির তালিকায় স্কুটারের পাশাপাশি রয়েছে ল্যাপটপ, মোবাইল ফোনও। তৃণমূল অবশ্য এসবকে গুরুত্ব দিতে নারাজ। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, যত গরম বাড়ছে তত মাথা গরম হয়ে যাচ্ছে দীলিপের। যা দেবেন দিয়ে দেখান। আসলে সবুজ সাথীতে যেহেতু সাইকেল দেওয়া হয়, তাই স্কুটি। বুথ দখলের জন্য বাইক পাঠায় বিজেপি। তাই স্কুটির গল্প। যাই করুক, কিছুই হবে না। পদ্মের পাপড়ি ফুটবে না। দিনক্ষণ ঘোষণা না হলেও রাজ্যে পঞ্চায়েত ভোটের দামামা কার্যত বেজেই গিয়েছে। এবার রেসে কার চাকা কত জোরে গড়ায় সেটাই দেখার।