Bengal Elections 2021: ক্ষোভ প্রশমনে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেড় ঘণ্টা বৈঠক পার্থ চট্টোপাধ্যায়, প্রশান্ত কিশোরের
"গণতান্ত্রিক উপায়ে কোনও দলের মধ্যে ক্ষোভ থাকলে, তা আলোচনার মধ্যেই মিটমাট হওয়া উচিত", বললেন বনমন্ত্রী
কলকাতা: রাজীব বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ প্রশমনে উদ্যোগী তৃণমূল শীর্ষ নেতৃত্ব। নাকতলার বাড়িতে বনমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন পার্থ চট্টোপাধ্যায়।
দলে কাজ করতে সমস্যা হচ্ছে বলে সম্প্রতি একাধিকবার অরাজনৈতিক সভায় মন্তব্য করেন বনমন্ত্রী। প্রকাশ্যে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। বলেছিলেন, যাঁরা দুর্নীতিগ্রস্ত, তাঁরা স্তাবক বলে সামনের সারিতে নিয়ে আসা হচ্ছে। এখন স্তাবকতার যুগ। হ্যাঁ তে হ্যাঁ আর না তে না মেলাতে হবে।
এখানেই থেমে না থেকে বনমন্ত্রী আরও বলেন, যাঁরা ঠান্ডা ঘরে বসে থাকেন তাঁরাই সামনের সারিতে চলে আসছেন। যোগ্যতার সঙ্গে কাজ করার চেষ্টা করেছি। সঙ্গে সঙ্গে পিছনের সারিতে ফেলে দিয়েছে।
এরপরই রাজীবকে নিয়ে জল্পনা তৈরি হয়। সূত্রের খবর, ইতিমধ্যেই তৃণমূলের দুই শীর্ষ নেতা রাজীবের সঙ্গে ফোনে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন। তাতে বরফ না গলায়, আজ মুখোমুখি বৈঠকে বসার সিদ্ধান্ত নেয় তৃণমূল।
এদিন সেই বৈঠক হয়। তৃণমূল মহাসচিবের বাড়ির এই বৈঠকে উপস্থিত ছিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোরও। প্রায় দেড় ঘণ্টা তিনজনের মধ্যে বৈঠক হয়।
বৈঠক শেষে রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কারও কোনও ক্ষোভ থাকতেই পারে। আলোচনা হয়েছে, আগামীদিনে আরও হবে।
এদিকে, এবার নিজের কেন্দ্রে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে পোস্টার। এদিন হাওড়ার ডোমজুড়ের নিশ্চিন্দা থানার বিভিন্ন জায়গায় বনমন্ত্রীর ছবি দেওয়া আমরা রাজীব পরিবার লেখা পোস্টার দেখা যায়।
নিশ্চিন্দা থানা সংলগ্ন এলাকা ছাড়াও বেলুড়, বালি হল্ট মোড়, ২ নম্বর জাতীয় সড়কের পাশে লাগানো হয়েছে রাজীবের ছবি দেওয়া পোস্টার।
তাই নয়। এদিন বনমন্ত্রীর নামে পোস্টার পড়েছে নদিয়ার কালিয়াগঞ্জে। বেশ কিছু দিন ধরেই রাজীবের নামে পোস্টার দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায়।
গতকাল হাওড়ার রামরাজাতলায় শুভেন্দু-রাজীবের একসঙ্গে পোস্টার দেখা যায়। এর আগে, উত্তরকন্যার প্রাচীরে পড়ে বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে পোস্টার। এছাড়া বনমন্ত্রীর সমর্থনে পোস্টার পড়ে ফুলবাড়ি এলাকাতেও। পোস্টারে রাজীবের ছবির পাশে লেখা আমরা দাদার ভক্ত।
জলপাইগুড়ির একটি স্কুলের প্রাচীরের সামনে রাজীবের নামে পোস্টার পড়ে। রাতে এই সব পোস্টার লাগানো হয়েছে বলে মত স্থানীয় বাসিনদাদের।