Bengal Violence ভোট-পরবর্তী হিংসা: রাজ্যে এল স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধিদল, রাজ্যপালের রিপোর্ট তলব কেন্দ্রের
চার সদস্যের দলের নেতৃত্বে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রকের অতিরিক্ত সচিব
নয়াদিল্লি: রাজ্যে ভোট-পরবর্তী হিংসা নিয়ে রাজ্যপালকে রিপোর্ট পাঠাতে বলল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, খবর সূত্রের।
রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে এল স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধিদল। এই মুহূর্তে নবান্নে পৌঁছেছে চার সদস্যের এই প্রতিনিধি দল।
দলের নেতৃত্বে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রকের অতিরিক্ত সচিব। দিল্লি ফিরে এসে স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট জমা দেবে এই প্রতিনিধিদল।
ভোট-পরবর্তী হিংসার প্রেক্ষিতে ৩ মে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব চিঠি লেখেন রাজ্যের মুখ্য সচিবকে। গতকাল ফের চিঠি লেখেন তিনি। এরপরই রাজ্যে প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্রমন্ত্রক।
রাজ্যে ভোট শেষ। ফলাফলও বের হয়েছে। তা সত্ত্বেও, শেষ হচ্ছে না রাজনৈতিক হিংসার ঘটনাবলি। প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে আসছে অশান্তির ঘটনার ছবি।
গতকাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় সব দলকে শান্তি বজায় রাখার আবেদন জানান। একইসঙ্গে হুঁশিয়ারি দেন, কেউ যদি অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে যথাযথ ব্যবস্থা নেবে সরকার। বলেন, ভোটের পর কোথাও কোথাও বিক্ষিপ্ত ঘটনা ঘটে। আজ থেকে আইনশৃঙ্খলা আমার হাতে। কঠোর হাতে এই অশান্তির মোকাবিলা করব।
অশান্তি নিয়ে রাজ্যপাল বলেন, এই মুহূর্তে রাজ্যে হিংসা বন্ধ করাই প্রধান লক্ষ্য হওয়া উচিত মুখ্যমন্ত্রীর। জবাবে মুখ্যমন্ত্রী বলেন, এতদিন প্রশাসনের রাশ কমিশনের হাতে ছিল! তবে অশান্তি বন্ধ করতে কড়া পদক্ষেপের আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী।
কিন্তু, এরপরও, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির ছবি এখনও আসছে। যেমন, পশ্চিম মেদিনীপুরের ডেবরার বালিচক গ্রামে বিজেপির পার্টি অফিসে আগুন। পুড়ে যায় আসবাব ও নথি। গতকাল রাতে বিজেপির পার্টি অফিসে আগুন লাগে।
গেরুয়া শিবিরের দাবি, রাজ্যজুড়ে সন্ত্রাস চলছে। তার প্রভাব পড়েছে ডেবরাতেও। তবে পার্টি অফিসে কীভাবে আগুন লেগেছে তা স্পষ্ট নয় বলে বিজেপি নেতৃত্ব জানিয়েছে। বিজেপির তোলা সন্ত্রাসের অভিযোগ নিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
পাশাপাশি, নারায়ণগড়ে বিজেপি নেতার বাড়িতে ভাঙচুর। হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গতকাল ফুলগেড়িয়া গ্রামে বিজেপির নারায়ণগড় মধ্য মণ্ডলের সম্পাদক হরিদাস ভুঁইয়ার বাড়িতে ভাঙচুর চলে।
ভোটে সক্রিয় ভূমিকা নেওয়ায় তৃণমূলই পরিকল্পনামাফিক হামলা চালিয়েছে বলে বিজেপি নেতার অভিযোগ। যদিও তৃণমূলের দাবি, নির্বাচনী খরচ নিয়ে গেরুয়া শিবিরের গোষ্ঠীকোন্দলের জেরেই এই ঘটনা।