ভাসুরপোর সঙ্গে ‘সম্পর্ক’, শিশুকন্যাকে ‘খুন’ মায়ের
দক্ষিণ ২৪ পরগনা: রাতে বাবার পাশ থেকে উধাও শিশুকন্যা...! সকালে দেহ উদ্ধার সেপটিক ট্যাঙ্কে...!! তদন্ত শুরু হতেই ঘটনায় নাটকীয় মোড়। গ্রেফতার শিশুর মা ও জেঠতুতো দাদা। ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার কাশীপুর থানার নয়াবাদ। বুধবার রাতে বাবা আবু সিদ্দিকি মোল্লার পাশে ঘুমিয়েছিল ৬ বছরের শিশুকন্যা। মা সেরিনা বিবির দাবি, গভীর রাতে ঘুম ভেঙে গেলে দেখেন, মেয়ে নেই। সকালে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। পরে দেহ উদ্ধার হয় সেপটিক ট্যাঙ্কে। ঘটনার নেপথ্যে আবু সিদ্দিকি মোল্লার স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের দিকে ইঙ্গিত করেন পরিবারের লোকেরাই। এরপরই আবু সিদ্দিকি মোল্লা ও তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তদন্তকারীদের দাবি, জেরায় সেরিনা বিবি স্বীকার করেন, রাতে ঘুম থেকে জেগে গেলে ভাসুরের ছেলে আলমগির মোল্লার সঙ্গে তাঁকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে মেয়ে। তারপরই তাকে খুন করে সেপটিক ট্যাঙ্কে ফেলে দেয় আলমগির। তারপর নিখোঁজ-নাটক শুরু করে সেরিনা। সেরিনা ও আলমগিরকে গ্রেফতার করেছে পুলিশ।