বিনা হেলমেটে বাইক-মিছিল: দিলীপ ও লকেটের বিরুদ্ধে মামলা পুলিশের
উত্তর দিনাজপুর: বিনা হেলমেটে এবং অনুমতি না নিয়ে ভোটের প্রচারে বাইক মিছিল করার অভিযোগে দিলীপ ঘোষ এবং লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে, স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করল রায়গঞ্জ থানার পুলিশ। হেলমেট ছাড়া বাইক চালিয়ে সরকারি নিয়ম ভাঙা এবং বিনা অনুমতিতে বাইক মিছিলের অভিযোগে, বিজেপি নেতা-নেত্রীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এ ভাবে মামলা দায়ের করায় পাল্টা সুর চড়িয়েছেন দিলীপ ঘোষ-লকেট চট্টোপাধ্যায়রা। বিজেপি নেত্রী বলেন, পার্কসার্কাসে যারা হেলমেটের জায়গায় টুপি পরে বাইক চালান, তাঁদের পুলিশ কেন ধরে না? তাঁদের বিরুদ্ধে কেন মামলা হয় না? কেন এমন বৈষম্য? আমরা দেখিয়ে দিতে চাই কীভাবে একটা সম্প্রদায়ের প্রতি তোষণ চলছে? বরকতি লাল বাতি খুলুক, আমরাও মাথায় হেলমেট পরব। এর আগে, কোচবিহারে হেলমেট না পরে বাইক চালাতে দেখা গিয়েছিল দিলীপ ঘোষকে। গত মাসে, লকেট চট্টোপাধ্যায়কেও উত্তর ২৪ পরগনার বারাসতে বিনা হেলমেটে স্কুটার চালাতে দেখা যায়। কয়েকদিন আগে হেলমেট না পড়ে বাইক চালানোয় জরিমানার মুখে পড়েন বাঁকুড়ার বিষ্ণুপুরের তৃণমূল সাংসদ সৌমিত্র খান। আর বুধবার, ভোটের প্রচারে, হেলমেট না পরে, বাইক মিছিল করায় দিলীপ ঘোষ এবং লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দায়র হল মামলা।