তারাপীঠে হোটেলের ঘরে উদ্ধার তরুণীর মৃতদেহ, ফেরার সঙ্গী
পুলিশের প্রাথমিক অনুমান ওই যুবতীকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ।
গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম: হোটেলের ঘরে উদ্ধার তরুণীর মৃতদেহ। পলাতক সঙ্গী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
বীরভূমের তারাপীঠের একটি বেসরকারি হোটেলের ঘর থেকে এক যুবতীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ । মৃত তরুণীর নাম রুবিনা খাতুন । তাঁর বাড়ি মুর্শিদাবাদের ওমরহাগঞ্জ এলাকায় । পুলিশের প্রাথমিক অনুমান ওই যুবতীকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ।
জানা গেছে, গত ২২ জুলাই নুরুল ইসলাম নামে এক যুবক রুবিনা খাতুনকে সঙ্গে নিয়ে তারাপীঠের ওই বেসরকারি হোটেলে এসে উঠেছিল । আজ সকালে অনেকক্ষণ পরও রুম থেকে কেউ বের না হওয়ায় হোটেলর কর্মীদের সন্দেহ হয়। তাঁরা রুমে গিয়ে দেখেন ওই তরুণী মৃত অবস্থায় পড়ে রয়েছেন। রুমে ছিলেন তা তাঁর সঙ্গীও। হোটেল কর্মীদের রুমে আসার আগেই হোটেল ছেড়ে পালিয়ে যায় তরুণীর সঙ্গে থাকা যুবক নূরুল ইসলাম ।
সঙ্গে সঙ্গে বিষয়টি জানিয়ে পুলিশে খবর দেন হোটেল কর্মীরা। খবর পেয়ে তারাপীঠ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামপুরহাট মেডিকাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে । হোটেলের কর্মীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।