এক্সপ্লোর
পুরসভা নির্বাচনে মুসলিম প্রার্থী দেবে না বিজেপি, জানালেন দলের সংখ্যালঘু মোর্চা সভাপতি

কলকাতা: পাঁশকুড়া পুরসভা ভোটে তাদের দুজন সংখ্যালঘু প্রার্থী তৃণমূলের চাপ, হুমকিতে প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছেন, এই অভিযোগ তুলে বিজেপি আগামী পুরসভা নির্বাচনগুলিতে কোথাও মুসলিমদের টিকিট দেবে না বলে ঘোষণা করলেন দলের সংখ্যালঘু মোর্চার সভাপতি আলি হোসেন। ওই পুরসভাগুলির অধিকাংশ ওয়ার্ডে মুসলিমদের সংখ্যা তেমন উল্লেখযোগ্য নয়, তাই আমরা কোনও মুসলিমকে প্রার্থী না করার সিদ্ধান্ত নিয়েছি, বলেছেন তিনি। দুর্গাপুর পুরসভার ৪৩টি ওয়ার্ডে ভোট হওয়ার কথা। জলপাইগুড়ির ধুপগুড়ি, দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে যথাক্রমে ১৬ ও ১৪টি ওয়ার্ডেও নির্বাচন সামনে। পূর্ব মেদিনীপুরের হলদিয়ার ২৯টি ও পাঁশকুড়ার ১৮টি ওয়ার্ডে ভোট রয়েছে। পাশাপাশি কুপার্স ক্যাম্প নোটিফায়েড এরিয়ার ১২টি, নলহাটি পুরসভার ১৬টি ওয়ার্ডেও ভোট হবে। তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী অবশ্য হুমকি দেওয়ার অভিযোগ ভিত্তিহীন বলে খারিজ করেছেন। সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবি, মুসলিমদের প্রার্থী না করার সিদ্ধান্ত সঠিক বার্তাই দেবে, কেননা মানুষ বুঝবে, তৃণমূল, কংগ্রেসের মতো তোষণের রাজনীতি করে না বিজেপি। আরেক বিজেপি নেতা বলেন, উত্তরপ্রদেশের ভোটেও আমাদের দল এটাই করেছিল, সফলও হয়েছিলাম আমরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















