রাজ্যের নাম বদলের প্রস্তাবে বিলম্ব, কেন্দ্রের ওপর ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
কলকাতা: রাজ্যের নাম বদলের প্রস্তাব বিধানসভায় পাস হওয়ার পরপরই তা পাঠানো হয়েছিল কেন্দ্রের কাছে। তারপর ৬ মাসেরও বেশি কেটে গিয়েছে। এখনও কেন্দ্রীয় সরকারের তরফে সাড়া মেলেনি বলে নবান্ন সূত্রে খবর। আর এতেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, পশ্চিমবঙ্গের নাম বদল সংক্রান্ত প্রস্তাবে কেন্দ্রের আপত্তি থাকলে তারা জানাক। সেই মতো পদক্ষেপ নেওয়া হবে। সূত্রের খবর, এ নিয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছেন মুখ্যসচিব। গত বছর ২৯ অগাস্ট রাজ্যের নাম বদল সংক্রান্ত প্রস্তাব পাস হয় বিধানসভায়। যাতে বলা হয়, পশ্চিমবঙ্গের নতুন নাম ‘বাংলা’, ইংরেজিতে ‘বেঙ্গল’ এবং হিন্দিতে ‘বঙ্গাল’। মুখ্যমন্ত্রীর দাবি, এই নতুন নামে প্রশাসনিক কাজে সুবিধা হবে। কিন্তু, রাজ্যের নাম বদলের জন্য কেন্দ্রের অনুমোদন দরকার। তাই, বিধানসভায় প্রস্তাব পাস হওয়ার পরেই তা পাঠিয়ে দেওয়া হয় দিল্লি। কিন্তু, আজও সেখান থেকে সাড়া না মেলার অভিযোগে এবার কেন্দ্রকে চিঠি দিল নবান্ন।