এক্সপ্লোর
Advertisement
দুর্গাপুরে তৃতীয় শ্রেণির ছাত্রের রহস্যমৃত্যু, দেহে মিলিছে একাধিক আঘাতের চিহ্ন
দুর্গাপুর: দুর্গাপুরে নামী ইংরেজি মাধ্যম স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রের রহস্যমৃত্যু। আবাসন চত্বরে উদ্ধার দেহ। হাসপাতাল সূত্রে খবর, একাধিক আঘাতের চিহ্ন আছে মৃতের শরীরে। খেলতে খেলতে আবাসনের জানালা দিয়ে পড়ে গিয়েই মৃত্যু? তদন্তে দুর্গাপুর থানার পুলিশ।
ছেলেকে বন্ধুদের সঙ্গে খেলতে দেখে নিশ্চিন্তে বাজার গিয়েছিলেন মা। কিন্তু, সেই দেখাই শেষ! বাজার সেরে ফেরার পথে পেলেন ছেলের মৃত্যুসংবাদ!
ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য দুর্গাপুরের বি জোন এলাকায়! কীভাবে মৃত্যু হল বালকের? ধোঁয়াশায় পুলিশও!
মৃতের নাম রণিক দাস। দুর্গাপুরের এক নামী ইংরেজি মাধ্যম স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র সে। পুলিশ সূত্রে খবর, আর পাঁচটা দিনের মতোই বুধবার বিকেলেও নিজেদের আবাসনে বন্ধুদের সঙ্গে লুকোচুরি খেলছিল রণিক।
মায়ের সঙ্গে বাজারে যাওয়ার কথা থাকলেও, খেলা ছেড়ে সে যেতে চায়নি। তাই একাই বাজারে চলে যান রণিকের মা। ঘণ্টাখানেক পরে প্রতিবেশীরা তাঁকে ফোন করে জানান, রণিক হাসপাতালে ভর্তি। সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটে যান রণিকের মা। তাঁর সামনেই রণিককে মৃত ঘোষণা করেন চিকিৎসক!
কিন্তু, কীভাবে মৃত্যু হল রণিকের? স্পষ্ট করে কেউ কিছুই বলতে পারছেন না। প্রতিবেশীদের দাবি,
বুধবার বিকেলে আবাসনের পাশে পাঁচিলের ধারে পড়েছিল রণিকের দেহ। তা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে সঙ্গে রণিকের মা-কে খবর দেন তাঁরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে,
রণিকের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। বেশ কয়েকটি হাড় ভেঙেছে।
তাহলে কি খেলতে খেলতে আবাসনের জানালা দিয়ে নীচে পড়ে গিয়েছিল সে? সদুত্তর মেলেনি রণিকের বন্ধুদের কাছে।
রণিকের মৃত্যু কি নিছকই দুর্ঘটনা? নাকি অন্য কোনও কারণ রয়েছে পিছনে? ঘটনার তদন্তে দুর্গাপুর থানার পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement