এক্সপ্লোর
Advertisement
সিঙ্গুরের স্বপ্নপূরণ, চোখের জল মুছে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে জমি ফেরতের সূচনা
সিঙ্গুর: চোখের জল মুছে সিঙ্গুরের মুখে এখন চওড়া হাসি। পরচা আগেই পেয়েছে। এবার হাতে একেবারে জমি। ফিজিক্যাল পজেশন। বৃহস্পতিবার থেকে যা দেওয়া শুরু করলেন মুখ্যমন্ত্রী। প্রতিশ্রুতি দিয়েছিলেন, চাষযোগ্য করে জমি ফেরত দেবেন...সেই মতো এ দিন সিঙ্গুরে পৌঁছে নীজেই বীজ ছড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু করে দিলেন প্রতীকী চাষবাস।
দশ বছর আগে, সিঙ্গুরের গোপালনগর থেকেই জমি অধিগ্রহণ শুরু করেছিল বুদ্ধদেব সরকার। এ দিন সেই গোপালনগর থেকেই জমি ফিরিয়ে দেওয়া শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্পূর্ণ হল এক বৃত্ত।
প্রশাসনের দাবি, সিঙ্গুরের প্রায় ৯৯৭ একরের মধ্যে ৯৩১ একর জমিই চাষযোগ্য করে ফেলা হয়েছে। মোট ১০ হাজার ৪৩৬ জন জমি ফেরত পাবেন। বৃহস্পতিবার ১০৩ একর জমি ফেরত দেওয়া হয়েছে ২ হাজার ২১৬ জন কৃষককে।
১০ নভেম্বরের মধ্যে বাকি জমি ফেরতের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বুঝিয়ে দিয়েছেন, তিনি চান, যত দ্রুত সম্ভব ফের আগের মতো চাষবাস শুরু হোক সিঙ্গুরে।
গত সেপ্টেম্বরে বলেছিলেন ২১ তারিখের মধ্যে ফিরিয়ে দেবেন। এক দিন আগেই শুরু করে দিলেন। ১০৩ একর জমি ফিরিয়ে দেওয়া হবে। ২৯৮ জনকে ফিরিয়ে দেওয়া হবে। প্রতিদিন ধারাবাহিকভাবে থাকবে। যেমন যেমন চাষযোগ্য হবে, সেভাবে ফিরিয়ে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানান ১০ নভেম্বরের মধ্যে হাতে জমি পেয়ে যাবে কৃষকরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement