এক্সপ্লোর
Advertisement
আজকের রাশিফল
মেষ
পরের উপকার করে মনে শান্তির উদয়। ব্যবসায় অল্প বাধার মধ্যেও উন্নতি। আজ সারা দিন রক্তচাপে কষ্ট পেতে পারেন। সন্তানের বহির্মুখী মনোভাব চিন্তা বাড়াবে।
বৃষ
সোনা রুপো জাতীয় দ্রবের হঠাৎ প্রাপ্তি। অনিচ্ছাসত্ত্বেও দায়িত্বপূর্ণ কাজ মেটান। পারিবারিক অশান্তির ফলে মনে অসহায় ভাব। আপনজনের চক্রান্তে পৈতৃক সম্পত্তি পেতে বাধা।
মিথুন
উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি খুব অনুকূল। ধনসম্পত্তি বৃদ্ধির যোগ আছে। নিজে অসচেতন হওয়ায় অর্থের ক্ষতি হতে পারে। বুঝে না চলায় স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ।
কর্কট
কুটিল ব্যক্তির চক্রান্তে কর্মক্ষেত্রে বিবাদ হতে পারে। সন্তানের বাচালতায় মনে বিষণ্ণতা আসবে। বিশেষ কোনও রোগ আজ আপনাকে ভোগাবে। বেদ চর্চায় শান্তি।
সিংহ
নিজের চেষ্টায় নতুন ব্যবসার সম্প্রসারণ। গুণী ও সজ্জন ব্যক্তির সান্নিধ্যে শিক্ষা ও শান্তিলাভ। মিষ্টি কথায় নিজের কাজ উদ্ধার। প্রেমের জন্য দিনটি খুব শুভ ও কার্যকারী।
কন্যা
শিল্পসামগ্রীর ব্যবসায় বিশেষ উন্নতির যোগ আছে। বাজে কারণে সংসারে শোকের ছায়া নামতে পারে। সচেতন থাকা প্রয়োজন, তৃতীয় ব্যক্তি জীবনে আসতে পারে
তুলা
অসৎ সঙ্গে পড়ে নিজের ক্ষতি হওয়ার আশঙ্কা। সন্তানদের জন্য মনে চিন্তা। ভুল কাজের ফলে সংসারে বিচ্ছেদ। ভাল কাজের প্রতিদানে উপহাস জুটবে। মাকে নিয়ে ভ্রমণ।
বৃশ্চিক
অতিরিক্ত পরিশ্রম ও প্রচেষ্টার ফল বিফলে যেতে পারে। ভাইবোনদের সঙ্গে ঝগড়ার ফলে মনে কষ্ট। চিকিৎসার জন্য অস্থিরতা বৃদ্ধি। প্রকৃত বন্ধুর সাহায্যে শান্তির সন্ধান।
ধনু
অর্থনৈতিক দিকে উপার্জন বৃদ্ধিতে মনে সুখের সঞ্চার। কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা আছে। সম্পত্তি বিক্রয় নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি। কুচক্রী মনোভাবে অর্থ ক্ষতি।
মকর
মুখমিষ্টতার ফলে শত্রুদের মন জয়। স্ত্রীর বুদ্ধিতে সংসারে শ্রীবৃদ্ধি হতে পারে। খুব প্রিয়জনের বিবাহের খবর আসতে পারে । সন্তানের ব্যবহারে মনে অনুশোচনা ।
কুম্ভ
কর্মক্ষেত্রে মিথ্যে অপবাদে ফাঁসার আশঙ্কা। পুরনো কোনও রোগ থেকে মুক্তির আশা রাখতে পারেন। বন্ধুর ব্যবহারে প্রেমে বাধা ঘটতে পারে। বাড়িতে অতিথির সমাগম।
মীন
সময়ে বন্ধুর পাশে দাঁড়াতে পেরে মনে আনন্দের উদয়। নতুন প্রেম প্রণয়ে ফাঁসতে পারেন। নিজের প্রতিভা দেখানোর সুযোগ আসতে পারে। সন্তানের জন্য মুখ উজ্জ্বল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
Advertisement