ব্যারাকপুরে পুলিশকর্মীর মেয়ের শ্লীলতাহানি, বাধা দিয়ে প্রহৃত দাদা
উত্তর ২৪ পরগনা:এবার খোদ পুলিশ কর্মীর মেয়েকে কটূক্তি-শ্লীলতাহানির অভিযোগ। প্রতিবাদ করায় দাদাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর। দশম শ্রেণির ওই ছাত্রীর দাবি, শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ টিউশন শেষে দাদার সঙ্গে সাইকেলে চেপে ব্যারাকপুর ফ্লাইওভার ধরে বাড়ি ফিরছিল সে। সেই সময় বাইক আরোহী তিন যুবক তাদের রাস্তা আটকে দাঁড়ায়। কটূক্তির পাশাপাশি তার শ্লীলতাহানি করে বলেও অভিযোগ। প্রতিবাদ করায় দাদাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে ওই ৩ যুবক। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে বাইক ফেলেই পালায় তারা। অভিযুক্ত ৩ যুবকের বিরুদ্ধে কটূক্তি, শ্লীলতাহানি ও মারধরের ধারায় টিটাগড় থানায় মামলা রুজু করা হয়েছে। বাইকের নম্বরের সূত্র ধরে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এদিনের এই ঘটনা উস্কে দিয়েছে, ২০১১-র ১৪ ফেব্রুয়ারি বারাসাতের রাজীব দাস হত্যাকাণ্ডের ঘটনাকে।দিদির সম্ভ্রম রক্ষা করতে গিয়ে খুন হয় মাধ্যমিক পরীক্ষার্থী রাজীব দাস। আর এবার ব্যারাকপুরে বোনের সম্ভ্রম রক্ষা করতে গিয়ে দুষ্কৃতী হামলায় গুরুতর জখম দাদা।