এক্সপ্লোর
Advertisement
রাজ্যে সভা বাতিল, বাংলায় ‘জনবিরোধী’ তৃণমূল সরকারের দিন ঘনিয়ে এসেছে, অডিও বার্তায় ভাষণে হুঁশিয়ারি আদিত্যনাথের
বালুরঘাট: মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দিন ঘনিয়ে এসেছে। বললেন যোগী আদিত্যনাথ। সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আজ বালুরঘাটে বিজেপির সভায় অডিও লিঙ্কের মাধ্যমে ভাষণ দেন। বালুরঘাটের সভাস্থলের কাছে চপার নামার অনুমতি না মেলায় আজ সরাসরি বিজেপির গণতন্ত্র বাঁচাও সমাবেশে ভাষণ দিতে পারেননি তিনি। তাঁর দুটি সভাই বাতিল করতে হয়। সশরীরে সমাবেশে হাজির থাকতে না পেরে তিনি মমতার তৃণমূল সরকারকে ‘জনবিরোধী’ আখ্যা দেন। ১৯ জানুয়ারি ব্রিগেড ময়দানে তৃণমূলের ডাকা বিরোধী দলগুলির সমাবেশে যেসব নেতা হাজির হয়েছিলেন, তাঁদের উদ্দেশ্যে আদিত্যনাথ বলেন, তাঁরা ভেবে দেখুন, রাজ্য সরকারের শাসনে যেভাবে গণতান্ত্রিক অধিকারের ওপর দমনপীড়ন চলছে, তারপর কী করে তাঁর পাশে থাকেন তাঁরা। আদিত্যনাথ বলেন, তৃণমূল সরকার আপনাদের কাছে আসার অনুমতি দিল না আমায়। সেজন্যই ভাষণ দিতে মোদিজির ডিজিটাল ইন্ডিয়ার শরণাপন্ন হলাম। এই টিএমসি সরকার জনবিরোধী, গণতন্ত্রবিরোধী, জাতীয় সুরক্ষার প্রশ্নেও আপস করেছে।
তিনি বলেন, বিজেপিকে ভয় পায় টিএমসি সরকার কেননা ওরা ভাল করে জানে, ওদের দিন ঘনিয়ে এসেছে। মমতার সরকার তোষণের রাজনীতির স্বার্থে রাজ্যে দুর্গাপূজায় বাধা দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ করেন তিনি। দলীয় কর্মীদের রাজ্যে বিজেপির সরকার গঠন সুনিশ্চিত করতে কঠিন লড়াইয়ের ডাক দেন আদিত্যনাথ। বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে রাখা উচিত, উনি রাজ্যের এজেন্সিগুলির অপব্যবহার করতে পারেন না। এটা খুব লজ্জার যে সরকারি অফিসাররা টিএমসি ক্যাডারের মতো আচরণ করছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement