এক্সপ্লোর
Advertisement
কলকাতা ও জেলায় ডেঙ্গিতে মৃত্যু অব্যাহত
কলকাতা ও দেগঙ্গা: বেলেঘাটা আইডি হাসপাতালের বিরুদ্ধে ডেঙ্গি আক্রান্ত যুবকের ডায়েরিয়ার চিকিত্সা করার অভিযোগ। কলকাতা মেডিক্যাল কলেজে মৃত্যু যুবকের। উত্তর দমদম পুরসভার নারায়ণপুরের বাসিন্দা ওই যুবক এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন। পরিবারের দাবি, রক্ত পরীক্ষায় তাঁর ডেঙ্গি ধরা পড়ে। এর পরই বেলেঘাটা আইডি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেখানে ডায়েরিয়ার চিকিত্সা করার পর তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ আত্মীয়দের। বাড়ি ফিরে আসার পর অসুস্থ হয়ে পড়লে প্রথমে এম আর বাঙুর ও পরে মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। গতকাল রাতে মেডিক্যাল কলেজে মৃত্যু হয় তাঁর। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ রয়েছে বলে দাবি আত্মীয়দের।
উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় ফের জ্বরে মৃত্যু গৃহবধূর। মৃতের নাম শাহিনুর বিবি। বাড়ি দেগঙ্গার খাঁ পুর গ্রামে। বুধবার জ্বরে আক্রান্ত হন গৃহবধূ। চিকিৎসা শুরু হয় গ্রামেই। পরে অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার সকালে শাহিনুর বিবিকে পাঠানো হয় আর জি কর হাসপাতালে। রবিবার সেখানেই মৃত্যু হয় তাঁর। পরিবারের অভিযোগ, মেডিক্যাল কলেজে দীর্ঘক্ষণ বিনা চিকিৎসায় ফেলে রাখা হয় শাহিনুর বিবিকে। এমনকি দ্রুত প্লেটলেট কমতে থাকলেও, গৃহবধূর চিকিৎসা শুরু করতে গড়িমসি করা হয় বলে অভিযোগ পরিবারের। যদিও, এই অভিযোগ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement