বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, বাংলাদেশে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা
কলকাতা: বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ। ৩৬ ঘণ্টায় ঘূর্ণিঝড় হয়ে বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা। ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। তার আগেই আজ বিকেলে শহরের কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টি। রবিবার বিকেলে শহরের কিছু অংশে এক পশলা বৃষ্টি হলেও ঝমঝমিয়ে বৃষ্টিতে কবে হবে, এই প্রশ্নটাই ঘোরাফেরা করছে শহরবাসীর মনে। এই প্রেক্ষাপটে আশার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর। পূর্বাভাসে বলা হয়েছে, মধ্য বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। এই মুহূর্তে নিম্নচাপটি কলকাতা থেকে সাড়ে ন’শো কিলোমিটার দক্ষিণে রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১২ ঘণ্টায় এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। ৩৬ ঘণ্টায় ঘূর্ণিঝড়ের আকার নেবে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, বাংলাদেশ উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। যার জেরে আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখন তাই চাতকের মতো আকাশের দিকে চেয়ে মানুষ। আর হবে নাই বা কেন? তীব্র গরমে নাজেহাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। একদিকে যেমন ঊর্ধ্বমুখী পারদ, অন্যদিকে তেমন পাল্লা দিয়ে বাড়ছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। যার জেরে চরম অস্বস্তি। গত এক সপ্তাহে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্র ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এখন তাই অপেক্ষা শুধুই ঝমঝমিয়ে বৃষ্টির!