এক্সপ্লোর
পুরসভার ভ্যাটে সারদা নথি, উদ্ধার পুলিশের, তথ্য লোপাটের আশঙ্কা বিরোধীদের

দক্ষিণ ২৪ পরগনা: বিধানসভা ভোটের অন্যতম ইস্যু দুর্নীতি। এই পরিস্থিতিতে প্রথম দফার ভোটের দিন ফের শিরোনামে সারদা-কেলেঙ্কারি! তৃণমূল পরিচালিত রাজপুর-সোনারপুর পুরসভার ময়লা ফেলার জায়গা থেকে উদ্ধার হল সারদা গোষ্ঠীর প্রচুর নথি!
স্থানীয় সূত্রে খবর, হরিনাভির ময়লাপোতার এই জায়গাতেই পুরসভার আবর্জনা ফেলা হয়। সোমবার সকালে স্থানীয়রা দেখতে পান, আবর্জনার স্তূপে বেশ কয়েকটি বস্তা পড়ে রয়েছে। বস্তার ভিতরে ঠাসা ছিল সারদার ফাইল, আমানতের ফর্ম, রশিদ, চেক ও সার্টিফিকেটে....
খবর পেয়ে সারদার সব নথি নিয়ে যায় সোনারপুর থানার পুলিশ। কিন্তু কীভাবে পুরসভার আবর্জনার স্তূপে এল সুদীপ্ত সেনের সংস্থার এত নথি? স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, রবিবার সন্ধেয় এক ম্যাটাডোর জিজ্ঞাসা করেছিল, ময়লাপোতা এলাকাটি কোথায়। ওই গাড়িতে বস্তায় কাগজপত্র ছিল।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ময়লার স্তূপ ঘাঁটতেই বেরিয়ে আসে সারদার আরও কাগজপত্র! সব নথিই তড়িঘড়ি করে সোনারপুর থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনার নেপথ্যে প্রমাণ লোপাটের অভিযোগ তুলেছে সিপিএম। পাশাপাশি নথি উদ্ধার নিয়ে তৃণমূলকেও নিশানা করেছে তারা।
সোনারপুর দক্ষিণের সিপিআই প্রার্থী তরিৎ চক্রবর্তী প্রশ্ন তুলেছেন, এই ঘটনা সারদা-সরকার যোগসাজশ নয় তো? তাঁর অভিযোগ, পুলিশ তড়িঘড়ি করে উদ্ধার করে তথ্য লোপাটের চেষ্টা করছে।
যদিও পুলিশের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, স্থানীয়দের সঙ্গে কথা বলে যে গাড়ির কথা জানা গিয়েছে, সেটির খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
২০৪৭-এ ভারত
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
