Domjur BJP Workers Join TMC:ঘরে গঙ্গাজল ছিটিয়ে তৃণমূলে ফিরলেন হাওড়ার ডোমজুড়ের ৩৫ জন বিজেপি কর্মী
তৃণমূল বিধায়কের দাবি, স্থানীয় বিবাদে জড়িয়ে ওই ৩৫ জন ঘরছাড়া হয়েছিলেন। তৃণমূলই এখন তাঁদের ঘরে ফিরিয়েছে। যদিও বিজেপির অভিযোগ, ভয় দেখিয়ে এ সব করা হচ্ছে।
সুনীত হালদার, হাওড়া: ঘরে গঙ্গাজল ছিটিয়ে তৃণমূলে ফিরলেন হাওড়ার ডোমজুড়ের ৩৫ জন বিজেপি কর্মী। ডোমজুড়ের সলপ মিশ্রপাড়ার বাসিন্দা ওই ৩৫ জন বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষের উপস্থিতিতে বাড়ি ফেরেন তাঁরা। তাঁদের দাবি, ঘরে ঢোকার আগে গঙ্গাজল ছিটিয়ে তাঁরা বাড়ি শুদ্ধ করে নিয়েছেন। সেইসঙ্গে তাঁরা জানিয়েছেন, পরিবার নিয়ে শান্তিতে থাকতে চান। ভুল বুঝে বিজেপিতে গিয়েছিলেন। এখন ভুল বুঝতে পেরে ফিরে এসেছেন তৃণমূলে।
তৃণমূল বিধায়কের দাবি, স্থানীয় বিবাদে জড়িয়ে ওই ৩৫ জন ঘরছাড়া হয়েছিলেন। তৃণমূলই এখন তাঁদের ঘরে ফিরিয়েছে। যদিও বিজেপির অভিযোগ, ভয় দেখিয়ে এ সব করা হচ্ছে।
ঘটনাটি ঘটে ডোমজুড়ের বাঁকড়া মিশ্র পাড়ায়। হাওড়ার ডোমজুড় বিধানসভা কেন্দ্র ভোটের আগে থেকেই উত্তপ্ত ছিল। ওই কেন্দ্রে প্রাক্তন বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন এবং বিজেপির টিকিটে নির্বাচন লড়েন। তিনি হেরেও যান। নির্বাচনের ফল ঘোষণার পর বাকড়া মিশ্র পাড়ার ১২ টি বিজেপি পরিবারের ৩৫ জন সদস্য ভয়ে ঘর ছেড়ে চলে যায়। গত দেড় মাস তাদের এলাকায় দেখা যায়নি। কিছু দিন আগে থেকে তারা শলপ তিন নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান জাকির হোসেন এবং তৃণমূল কংগ্রেস বিধায়ক কল্যাণ ঘোষের সঙ্গে ঘরে ফেরার জন্য যোগাযোগ করেন। বৃহস্পতিবার বিকালে তারা বিধায়কের উপস্থিতিতে বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে ঘরে প্রবেশ করেন। ওই বিজেপি কর্মীরা জানিয়েছেন ভোটের আগে তারা বিজেপির প্রতিশ্রুতি বিশ্বাস করে ওই দলে গিয়েছিলেন। কিন্তু পরে তাঁদের ভুল ভাঙে। তাঁরা এখন এলাকায় শান্তিতে বসবাস করতে চান। তারা এ-ও বলেন, তাদের ওপর কেউ জোরজুলুম করেননি। স্থানীয় বিধায়ক কল্যান ঘোষ বলেন, বিজেপির প্রার্থী লোককে ভুল বুঝিয়ে এবং মিথ্যে প্রলোভন দেখিয়ে তাদের দলে নিয়েছিলেন। পরে তাঁরা স্থানীয় বিবাদে জড়িয়ে পড়েন। ভোটের ফল বেরোনোর পর তারা নিজেরাই ঘর ছেড়ে চলে গেছিল। পরে যোগাযোগ করলে তাদের ঘরে ফিরিয়ে আনা হয়। তিনি আরও বলেন, পাপের প্রায়শ্চিত্ত করতে বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করার পর তারা ঘরে প্রবেশ করেন।