ডোমকল: মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ইভিএম 'লুঠ', আতঙ্কে কেঁদে ফেললেন প্রিসাইডিং অফিসার
ডোমকল(মুর্শিদাবাদ): যাঁদের ওপর ভোট পরিচালনার দায়িত্ব, তাঁরাই চরম আতঙ্কে! মুর্শিদাবাদের ডোমকলের ৯৫, ৯৬ ও ৯৭-- এই তিন বুথেরই এক ছবি।
কথায় বলে, সকালই বলে দেয় দিন কেমন যাবে। আর রবিবার ডোমকলের ঘুম ভেঙেছে বোমাবাজির শব্দে। অস্ত্র হাতে রাস্তা দাপিয়েছে বাহুবলীরা! অনেক ভোটারই বুথমুখী হতে পারেননি বলে অভিযোগ।ভোটাররা নয়, আতঙ্কের জেরে বুথে গেলেন না, কিন্তু, ভোটকর্মীদের তো বুথে থাকতেই হবে। আর সেই দায়িত্ব পালন করতে গিয়েই ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী ডোমকলের ৯৫, ৯৬ ও ৯৭ নম্বর বুথের প্রিসাইডিং অফিসাররা।
তাঁদের দাবি, দুপুরে এই ৩ বুথে চড়াও হয় সশস্ত্র দুষ্কৃতীরা।
অভিযোগ, প্রিসাইডিং অফিসারদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বুথে তাণ্ডব চালায়, মুখে গামছা বাঁধা দুষ্কৃতীরা। প্রিসাইডিং অফিসারদের দাবি, তাঁরা আটকানোর চেষ্টা করেছিলেন। কিন্তু, পারেননি। ঘাড় ধাক্কা দিয়ে তাঁদের বুথ থেকে বের করে দেয় দুষ্কৃতীরা! এরপর দুষ্কৃতীরা ইভিএম লুঠ করে চম্পট দেয় বলে অভিযোগ। ৯৫ নম্বর বুথের প্রিসাইডিং অফিসার এরপর কাঁদতে কাঁদতে বলেন, গণতন্ত্রের ওপর থেকে বিশ্বাস উঠে গেল। এরপর কাঁদতে কাঁদতে মহকুমা শাসকের দফতের পৌঁছন প্রিসাইডিং অফিসাররা।
মহকুমা শাসক বন্দুকধারী পুলিশকর্মীদের দিয়ে বুথে ফেরত পাঠান তাঁদের। কিন্তু তখনও চোখে-মুখে আতঙ্ক! মনে, ভোটের ভয়ঙ্কর অভিজ্ঞতা!
এদিন সকাল থেকেই ডোমকল চলে গিয়েছিল দুষ্কৃতীদের দখলে। দক্ষিণনগর থেকে মামুদপুর, বর্তনাবাদ থেকে এতবারপুর--- সর্বত্র ছিল দুষ্কৃতীদের দাপাদাপি।
ভোটগ্রহণ শুরুর পরই ডোমকল পুরসভার দক্ষিণনগরে বিভিন্ন বুথের বাইরে বোমাবাজি শুরু হয় বলে অভিযোগ। অস্ত্র হাতে বুথের বাইরে ঘুরে বেড়াতে দেখা যায় দুষ্কৃতীদের। অস্ত্র হাতে নিয়ে ঘোরার স্বপক্ষে আবার যুক্তিও খাড়া করেছে দুষ্কৃতীরা। তারা দাবি করে, তাদের ওপর আক্রমণ হতে পারে, তাই অস্ত্র রেখেছে!
১৬ নম্বর ওয়ার্ডের মামুদপুর এলাকার অধিকাংশ বাসিন্দা বাম-কংগ্রেস জোটের সমর্থক। তাঁদের অভিযোগ, সকাল সাড়ে সাতটা থেকেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেখানে চড়াও হয়। রাস্তার ধারে মজুত বোমা দেখিয়ে হুমকি দেওয়া হয়। কয়েকটি বাড়ির বাইরে বোমা ছোড়াও হয়।
ডোমকল পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের বর্তনাবাদে অস্ত্র হাতে দাপিয়ে বেড়াতে দেখা যায় দুষ্কৃতীদের। ভয়ের চোটে অনেক ভোটার বাড়ি থেকেই বেরোতে পারেননি। ১২ নম্বর ওয়ার্ডের একটি বুথে কংগ্রেস প্রার্থী শাঁওনি সিংহকে হেনস্থার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।
পাল্টা কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে ইভিএম ভাঙচুরের অভিযোগে সরব তৃণমূল। ভোট শুরুর কিছুক্ষণ পরই রঘুনাথপুর প্রাইমারি স্কুলের এই বুথ দখলের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদ করতে গেলে ভোটারদের সঙ্গে স্থানীয় তৃণমূল সমর্থকদের হাতাহাতি বেধে যায়।
শেষমেশ পরিস্থিতি এমনই দাঁড়ায় যে অনেকে ভোট না দিয়েই লাইন ছেড়ে চলে যান। ডোমকল পুরসভার বিভিন্ন জায়গায় সকাল থেকে বাইক মিছিল করে ভোটারদের শাসানোর অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, কোথাও পুলিশের দেখা মেলেনি। যা নিয়ে সরব হয়েছে বিরোধীরা।
পাল্টা তৃণমূলের গলায় কটাক্ষের সুর। সব মিলিয়ে প্রথম পুরভোটেই কার্যত রণাঙ্গন ডোমকল।