Drugs Seize: ক্যানিংয়ে উদ্ধার ১৪২ গ্রাম হেরোইন, গ্রেফতার ২ মহিলা সহ ৩ মাদক কারবারি
পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে মাদক কারবারে যুক্ত ছিল ধৃত শেখ আক্রম, স্ত্রী ও ভাগ্নিকে দিয়ে পাচারের কাজ করাত সে...
দক্ষিণ ২৪ পরগনা: ক্যানিং থেকে উদ্ধার হল বেশ কিছু পরিমাণ মাদক। ২ মহিলা সহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা ক্যানিংয়ের তালদির বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে মাদক কারবারে যুক্ত ছিল ধৃত শেখ আক্রম। স্ত্রী ও ভাগ্নিকে দিয়ে পাচারের কাজ করাত সে।
গতকাল তার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ১৪২ গ্রাম হেরোইন। আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় লক্ষ টাকা। এছাড়া, ধৃতের বাড়ি থেকে ৬ লক্ষ ৮০ হাজার টাকা উদ্ধার করেছে ক্যানিং থানার পুলিশ।
এর আগে গত সপ্তাহে শিলিগুড়ির খড়িবাড়িতে ক্রেতা সেজে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করে এসটিএফ।
যার বাজারমূল্য প্রায় ৩০ লক্ষ টাকা। গ্রেফতার করা হয়েছে ৩ জনকে।
বিশেষজ্ঞরা জানান, ইয়াবা ট্যাবলেট হয় রং-বেরঙের। আকারে অনেকটা মুসুর ডালের দানার মতো। খানিকটা চকোলেটের মতো গন্ধ।
সূত্রের খবর, ক্রেতা সেজে ওত পেতেছিলেন এসটিএফের আধিকারিকরা। শেষমেশ তাতেই ধরা দিল সাফল্য।
শনিবার বিকেলে মাদক ডেলেভারি করতে আসার সময় হাতেনাতে পাকড়াও করা হয় ৩ পাচারকারীকে। অভিযুক্তদের মধ্যে দুজন মণিপুর ও ১ জন দার্জিলিংয়ের বাসিন্দা।
অভিযুক্তদের জেরা করে জানা গেছে, মায়ানমার থেকে নেপাল হয়ে পানিট্যাঙ্কি বর্ডার পেরিয়ে উত্তরবঙ্গকেই সেফ করিডোর হিসেবে বেছে নিত পাচারকারীরা।
তারপর এই মারণ ট্যাবলেট ছড়িয়ে রাজ্য থেকে প্রতিবেশি বাংলাদেশে।
উত্তরবঙ্গ এসটিএফ প্রধান কে অমরনাথ জানিয়েছেন, তিন জনকে জেরা করে আর কে বা কারা এই চক্রের সঙ্গে জড়িত খতিয়ে দেখা হচ্ছে।