এক্সপ্লোর
Advertisement
Durga pujo 2020: চিকিৎসকরূপে করোনাসুর বধ, দেবী দুর্গার অভিনব প্রতিমা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
করোনার উদ্বেগের মধ্যেই পুজোর মুডে বাংলা। আলোয় সাজল রাজ্য। কলকাতা থেকে জেলা--চতুর্থীতে আদালতের নির্দেশ মেনেই পুজোর আয়োজন হচ্ছে। উধাও সেই চেনা জনজোয়ার। করোনা সংকটের আবহে দেবীর আরাধনা। এরইমধ্যে নিজের মতো করে পুজোর থিম সাজিয়েছেন উদ্যোক্তারা।
কলকাতা: করোনার উদ্বেগের মধ্যেই পুজোর মুডে বাংলা। আলোয় সাজল রাজ্য। কলকাতা থেকে জেলা--চতুর্থীতে আদালতের নির্দেশ মেনেই পুজোর আয়োজন হচ্ছে। উধাও সেই চেনা জনজোয়ার। করোনা সংকটের আবহে দেবীর আরাধনা। এরইমধ্যে নিজের মতো করে পুজোর থিম সাজিয়েছেন উদ্যোক্তারা। এমন কিছু থিম সবার নজর কেড়ে নিয়েছে। পরিযায়ী শ্রমিকের আদলে মা দুর্গার রূপ ইতিমধ্যেই সাড়া ফেলেছে। লকডাউনে পরিযায়ী শ্রমিকদের দুঃখদুর্দশার কাহিনী এভাবেই তুলে ধরা হয়েছে। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে ‘চিকিৎসকরূপিনী’ ‘করোনাসুরমর্দিনী’ দেবী দুর্গা।
আসলে করোনাভাইরাস মহামারীতে জনজীবন বিপর্যস্ত। চেনা পৃথিবীটা বদলে গিয়েছে। আতঙ্কিত মানুষ করোনার বিপদ নির্মূল হওযার প্রার্থনা করছেন। সেই ভাবনার প্রতিফলন ঘটেছে প্রতিমার রূপায়ণে।
এই প্রতিমার প্রশংসা করেছেন কংগ্রেস সাংসদ শশী তারুরও। তিনি এর ছবি শেয়ার করেছেন ট্যুইটারে।
করোনা মহামারী ছড়িয়ে পড়ার পর চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের ভূমিকা বিশেষভাবে নজর কেড়েছে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রণী যোদ্ধা তাঁরাই। সাদা কোট পরা চিকিৎসকদের এই সংকটকালে ত্রাতার ভূমিকায় দেখা হচ্ছে। দেবীর দুর্গার এই প্রতিমা রূপায়নে সেই ভাবনারই প্রতিফলন ঘটল। এখানে দেবীর পরনে গোলাপী রঙের শাড়ি ও সাদা ল্যাব অ্যাপ্রন। গলায় স্টেথোস্কোপ। দেবীকে ত্রিশূলের আদলে ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে মহিষাসুরকে বধ করতে দেখা যাচ্ছে। অসুরের মাথা করোনাভাইরাসের আদলে।
দেবীর পুত্র কন্যাদেরও প্রতিমাও করোনার বিরুদ্ধে সামনের সারির যোদ্ধার আদলে তৈরি করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement