শিক্ষক বদলি প্রক্রিয়া সহজ করতে উদ্যোগ, ‘উৎসশ্রী’ পোর্টাল উদ্বোধন শিক্ষামন্ত্রীর
উৎসশ্রী পোর্টালের মাধ্যমে আবেদনের ক্ষেত্রে বেশ কিছু মাপকাঠি নির্দিষ্ট করে দিয়েছে রাজ্য সরকার
কলকাতা: শিক্ষকদের বাড়ির কাছে বা নিজের জেলায় বদলির জন্য বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের। ‘উৎসশ্রী’ পোর্টাল উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পোর্টাল উদ্বোধন করে শিক্ষামন্ত্রী বলেন, এই পোর্টালের মাধ্যমে বদলির আবেদন থেকে বদলির আদেশনামা সবটাই হবে অনলাইনে। সুনির্দিষ্ট সময়ের মধ্যেই এবং নির্দিষ্ট পদ্ধতি মেনে বদলির কাজ হবে। আবেদনকারীরা তাঁদের আবেদন সম্পর্কে বিশদ তথ্য পাবেন এই পোর্টালের মাধ্যমে। অর্থাৎ, তাঁরা যে আবেদন করেছেন তা পর্যায়ে রয়েছে তা জানা যাবে এই পোর্টালের মাধ্যমে। কোথাও কোনও ফাইল আটকে রয়েছে কি না তা পর্যবেক্ষণ করা হবে এই পোর্টালের মাধ্যমে। একইসঙ্গে শিক্ষামন্ত্রী জানিয়েছেন ২০ জনের একটি টিম তৈরি করা হয়েছে। কোথাও শিক্ষক শিক্ষিকারা কোনও সমস্যার সম্মুখীন হলে তা দেখবে এই টিম। কোনও ফাইল ২৪ ঘণ্টার বেশি আটকে রাখার অবকাশ নেই বলে সাফ জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
উৎসশ্রী পোর্টালের মাধ্যমে আবেদনের ক্ষেত্রে বেশ কিছু মাপকাঠি নির্দিষ্ট করে দিয়েছে রাজ্য সরকার। এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, আবেদনের জন্য সংশ্লিষ্ট আবেদনকারীকে অন্তত স্থায়ী শিক্ষক হতে হবে। বর্তমানে যে স্কুলে তিনি শিক্ষকতা করছেন সেখানে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা থাকা দরকার। উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষকদের ক্ষেত্রে নিজের স্কুলের ২৫ কিলোমিটারের মধ্যে এবং প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে নিজের সার্কেলে আবদেন করা যাবে না। আবেদনকারীর বয়স হতে হবে ৫৯ বছরের মধ্যে।
শিক্ষামন্ত্রী জানান, এই পোর্টালের মাধ্যমে মিউচুয়াল এবং জেনারেল দুই পদ্ধতিতেই বদলির আবেদন করা যাবে। আবেদন সংক্রান্ত যে কোনও তথ্যের জন্য টোল ফ্রি নম্বরও চালু করা হয়েছে। ১৮০০ ১০২ ৩১৫৪ এই টোল ফ্রি নম্বরে ফোন করা যাবে। এর পাশাপাশি চালু করা হয়েছে হোয়াটসঅ্যাপ নম্বরও। ৮৯০২৬০২৫১৯, ৬২৯২২৬৩৩০০ নম্বরে হোয়াটসঅ্যাপ করা যাবে। আবেদন সংক্রান্ত যে কোনও সাহায্যের জন্য onlineteachertransfer@gmail.com এই ঠিকানায় ইমেল করা যাবে।
উল্লেখ্য, গত ২২ জুলাই উৎসশ্রী পোর্টালের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি বলেন, "শিক্ষকদের জন্য চালু হচ্ছে উৎসশ্রী প্রকল্প। যাঁরা নিজেদের জেলায় বদলি চান, বা বাড়ির সামনে কোনও স্কুলে তাঁদের ক্ষেত্রে। তবে দশজনে যদি এক জায়গায় চান, সেটা তো সম্ভব নয়। এটা অ্যাডজাস্ট-রিঅ্যাডজাস্ট করতে হবে। আমি আগেই বলেছিলাম, শিক্ষকদের যাতে দূরে যেতে না হয়। অন্তত যতটা সম্ভব তাঁদের কাছাকাছি করা যায় সেটা দেখার জন্য একটা পোর্টাল হচ্ছে। যেখান শিক্ষকরা নিজেরাই আবেদন করতে পারবেন। শিক্ষা দফতর সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। এই পোর্টালটির নাম উৎসশ্রী। যেহেতু শিক্ষার ব্যাপার এবং শিক্ষা সমস্ত কিছুর উৎস, তাই এটার নাম দেওয়া হয়েছে উৎসশ্রী।"