মুর্শিদাবাদে জাল পাসপোর্ট চক্রের পর্দাফাঁস, গ্রেফতার এক পুলিশ কনস্টেবল, তিন বাংলাদেশি সহ ১২
মুর্শিদাবাদ: জাল পাসপোর্ট তৈরির চক্রে জড়িত পুলিশকর্মী! অভিযোগ শুনে প্রথমে চমকে উঠেছিলেন বহরমপুর থানার অফিসাররা! তদন্তে নেমে তাঁরা দেখেন, যে পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে এই অভিযোগ, তিনি আবার এক প্রভাবশালী নেতার নিরাপত্তার দায়িত্বে। শেষমেশ সোমবার রাজু মণ্ডল নামে ওই কনস্টেবলকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে তিন বাংলাদেশি নাগরকিকেও। যাঁরা ১২ লক্ষ টাকা দিয়ে এই চক্রের মাধ্যমে জাল পাসপোর্ট তৈরি করে ফ্রান্সে যাওয়ার তোড়জোড় করছিলেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে দাবি, কয়েকদিন আগেই গোপন সূত্র মারফত খবর মেলে সীমান্তবর্তী জেলা মুর্শিদাবাদে জাঁকিয়ে বসেছে একটি জাল পাসপোর্ট তৈরির চক্র। জাল পাসপোর্টের পাশাপাশি তারা মোটা টাকার বিনিময়ে জাল আধার কার্ড, ভোটার কার্ড, জাল প্যান কার্ডও তৈরি করছে। তদন্তে নেমে চক্রের পর্দাফাঁস করে পুলিশ। বৃহস্পতিবার গ্রেফতার করা হয় চক্রের নয় পাণ্ডাকে। পুলিশ সূত্রে দাবি, ধৃতদের জেরা করেই জানা যায়, এই চক্রে জড়িত রয়েছেন এক পুলিশকর্মীও। সোমবার সকালে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে দাবি, ধৃতদের কাছ থেকে অনেক জাল ভোটার কার্ড, প্যান কার্ড ও আধার কার্ড উদ্ধার হয়েছে। এই চক্রে আর কারা জড়িত, খতিয়ে দেখা হচ্ছে।