এক্সপ্লোর
কোচবিহারে গৃহবধূকে কুপিয়ে খুন করল শ্বশুর, পলাতক অভিযুক্ত

কোচবিহার: কোচবিহারে গৃহবধূকে কুপিয়ে খুনের অভিযোগ। পলাতক শ্বশুর। পারিবারিক বিবাদের জের, দাবি স্থানীয়দের। সব অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। অশান্তি লেগেই ছিল। তারই চরম পরিণতি ঘটল শুক্রবার! পুত্রবধূকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল শ্বশুরের বিরুদ্ধে! মাথাভাঙার শীতলকুচির বাসিন্দা সুনীতি বর্মন স্বামীর সঙ্গে আলাদা থাকতেন। পাশেই একটি বাড়িতে থাকতেন শ্বশুর ও শাশুড়ি। পরিবার সূত্রে খবর, ছেলে-বৌমার সঙ্গে সম্পর্ক ভাল ছিল না শ্বশুর-শাশুড়ির। মাঝেমধ্যেই অশান্তি হত। শুক্রবার রাতে ছেলের অনুপস্থিতিতে তাঁর বাড়িতে যান যুগিন বর্মণ। শ্বশুরের ডাকাডাকিতে দরজা খোলেন পুত্রবধূ সুনীতি। অভিযোগ, দরজা খুলতেই অতর্কিতে ছুরি নিয়ে বউমার ওপর চড়াও হন শ্বশুর! এলোপাথাড়ি কোপে লুটিয়ে পড়েন সুনীতি। চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। পাড়ার লোকজনই অ্যাম্বুল্যান্স জোগাড় করে, গৃহবধূকে হাসপাতালে পাঠান। কিন্তু বাঁচানো যায়নি বছর পঁয়ত্রিশের সুনীতিকে। খুনের পর থেকে পলাতক শ্বশুর। তদন্ত শুরু করেছে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















