North Bengal: উত্তরবঙ্গে শিশুদের মধ্যে জ্বরের প্রকোপ কোভিডের কারণে নয়, মত স্বাস্থ্য দফতরের
সূত্রের খবর, স্বাস্থ্য দফতরের আধিকারিকদের অনুমান, শ্বাসযন্ত্রে অজানা এক ভাইরাসের সংক্রমণের কারণেই ওই জ্বর হচ্ছে।
ঝিলম করঞ্জাই, কলকাতা: উত্তরবঙ্গে শিশুদের মধ্যে ইদানিং যে জ্বরের প্রকোপ বাড়ছে তা কোভিডের কারণে নয়। মত স্বাস্থ্য দফতরের। সূত্রের খবর, স্বাস্থ্য দফতরের আধিকারিকদের অনুমান, শ্বাসযন্ত্রে অজানা এক ভাইরাসের সংক্রমণের কারণেই ওই জ্বর হচ্ছে। ভাইরাসটিকে চিহ্নিত করার কাজ শুরু হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সূত্রের খবর, ভাইরাসের চরিত্র জানতে আরও কিছু নমুনা সংগ্রহ করে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন ও নাইসেডে পরীক্ষা করার কথা। এই পরিস্থিতিতে শিশুদের যে কোনও ভিড় থেকে দূরে রাখা ও ঘন ঘন হাত ধোওয়ার পরামর্শ দিয়েছেন চিকিত্সকরা।
কারোর ধুম জ্বর। কেউ ভুগছে পেটের অসুখে। কেউ আবার ঘনঘন বমি করছে। জ্বর, পেটের অসুখ, বমির মতো উপসর্গ নিয়ে জলপাইগুড়ি সদর হাসপাতালে ক্রমশ বাড়ছে শিশু ভর্তির সংখ্যা। জলপাইগুড়ি সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগীর চাপে তিলধারণের জায়গা নেই। রোগীর চাপ ক্রমশ বাড়তে থাকায়, জলপাইগুড়ি সদর হাসপাতালে আরও বাড়ানো হচ্ছে বেড। গতকাল এক অসুস্থ শিশুর মা বলেন, জ্বর হচ্ছেই, জল পট্টি দিলে জল কমছে, কাশি হচ্ছে।
আরও পড়ুন: Weather: প্রবল বর্ষণে ভাসছে দক্ষিণবঙ্গ, জলযন্ত্রণা শুরু একাধিক এলাকায়
জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সোমবার দুপুর পর্যন্ত ১৩০ জন শিশু জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ২ শিশুকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছে। এদিকে অজানা জ্বরে এক শিশুর মৃত্যু জলপাইগুড়ি সদর হাসপাতালে। কোচবিহারের মেখলিগঞ্জের বাসিন্দা ওই ৬ বছরের শিশুকন্যাকে প্রবল জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে শিশুটির মৃত্যু হয়। হাসপাতালের ভারপ্রাপ্ত সুপারের দাবি, ভর্তির সময়ই শিশুটির অবস্থা সঙ্কটজনক ছিল। বহু চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি। গতকালই এই হাসপাতালে অজানা জ্বরে আক্রান্ত ২৪ শিশু ভর্তি হয়। তবে এখনও পর্যন্ত ২৯ শিশুকে ছেড়ে দেওয়া হয়েছে। জলপাইগুড়ি সদর হাসপাতালে অজানা জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে প্রায় ১০০ শিশু। মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে ৮৩ শিশু ভর্তি রয়েছে।