এক্সপ্লোর
দক্ষিণবঙ্গে এখনও বন্যা পরিস্থিতি, প্লাবিত একাধিক জেলা, জলে ডুবে মৃত আরও ১

পশ্চিম মেদিনীপুর: দক্ষিণবঙ্গে এখনও বন্যা পরিস্থিতি। প্লাবিত একাধিক জেলা। দাঁতনে সুবর্ণরেখার জলে ডুবে আরও একজনের মৃত্যু। রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি। জলের তোড়ে ভেসে গিয়ে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে আরও একজনের মৃত্যু হল। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার। ঝাড়খণ্ডের চাণ্ডিল জলাধার থেকে জল ছাড়ায় পশ্চিম মেদিনীপুরে সুবর্ণরেখা নদীর জলস্তর বেড়েছে। গতকাল নদীতে মাছ ধরতে গিয়ে জলের তোড়ে ভেসে যান দাঁতনের কোটপাদার বাসিন্দা বিমল পরিয়ারি। আজ সকালে বছর ৪৮-এর ওই ব্যক্তির দেহ উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা দল। এর আগে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, হুগলির আরামবাগ এবং হাওড়ার উদয়নারায়ণপুরে জলের তোড়ে ভেসে গিয়ে আরও তিনজনের মৃত্যু হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের






















