কলকাতা সহ দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি, আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টির পূর্বাভাস
কলকাতা: কলকাতা সহ দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি। ঘূর্ণিঝড় মোরার রেশ, জানাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা ও জেলায়। গত কয়েকদিনের মতো এদিনও সকাল থেকে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির পারদ ছিল ঊর্ধ্বমুখী। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশিমাত্রায় থাকায় গলদঘর্ম হন শহর এবং জেলার বাসিন্দারা। দুপুর ৩টের পর থেকে কালো মেঘে আকাশ ছেয়ে যায়। সাড়ে তিনটে নাগাদ উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি সহ বিভিন্ন জেলার বিস্তীর্ণ এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যায়। আধঘণ্টা ঝড়ের পর নামে মুষলধারে বৃষ্টি। জেলার পাশাপাশি বিকেলের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয় কলকাতাতেও। মঙ্গলবারই বাংলাদেশ উপকূলের চট্টগ্রামের আছড়ে পড়ে ঘূর্ণিঝড় মোরা। এই ঘূর্ণিঝড়ের প্রভাবেই এদিন দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবারই কেরল দিয়ে মূল ভারতীয় ভূখণ্ডে ঢুকেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। তবে এখনও তা এ রাজ্যে আসেনি। আবহবিদদের আশা, রাজ্যে দ্রুত বর্ষা শুরু হবে। পাশাপাশি, ঘূর্ণিঝড় দুর্বল হয়ে ফের নিম্নচাপে পরিণত হওয়ায়, আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা সহ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং দুই মেদিনীপুরে। বৃহস্পতিবারও মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।