এক্সপ্লোর
স্বাস্থ্যবিধি ভেঙে শোভাযাত্রায় ডিজে বাজিয়ে উদ্দাম নাচ, হুগলিতে গ্রেফতার ১০
এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির রাজ্য কমিটির সদস্য ভাস্কর ভট্টাচার্য বলেন, ‘মুখ্যমন্ত্রী ৫০ হাজার টাকা নাচ গানের জন্য দিয়েছিলেন। পুলিশ গ্রেফতার করে শো অফ করছে।’ হুগলি তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব বলেন, ‘বিজেপি সব কিছুতেই রাজনীতি করে। এখানে কোনও রাজনীতির যোগ নেই। পুলিশ নিজের কাজ করছে।’

উত্তরপাড়া: হুগলির উত্তরপাড়া ও কোন্নগরে বিসর্জনের শোভযাত্রায় ডিজে ব্যবহারের ঘটনায় গ্রেফতার ১০। বাজেয়াপ্ত সাউন্ড সিস্টেম। হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে, স্বাস্থ্যবিধি ভেঙে মাস্ক ছাড়াই শোভাযাত্রা। ঘটনা ঘিরে শুরু রাজনৈতিক তরজা। ডিজে বাজিয়ে উদ্দাম নৃত্য। নেই কোনও সামাজিক দুরত্ব। অনেকেরই নেই মাস্কের বালাই। এ ছবি হুগলির উত্তরপাড়ার একটি দুর্গাপুজোর বিসর্জনের শোভাযাত্রার। এবছর শোভাযাত্রা না করার কড়া নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু সেই নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে হচ্ছে শোভাযাত্রা। ঘটনায় অভিযুক্ত মাকলা অগ্রদূত সঙ্ঘের পুজো কমিটির ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয় ডিজে সাউন্ড সিস্টেম। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে পুজো কমিটি। ক্লাবের সদস্য চন্দ্রশেখর রায় বলেন, ‘আমরা সব নিয়ম মেনেই করছি।’ পুলিশ সূত্রে খবর, একইরকমভাবে শোভাযাত্রা করায় কোন্নগর শকুন্তলা সর্বজনীনেরও ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। চন্দননগর কমিশনারেটের অতিরিক্ত পুলিশ কমিশনার ঈশানী পাল বলেন, ‘আইন অমান্য করায় দুটি ক্লাবের বিরুদ্ধে মামলা করছি।’ এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির রাজ্য কমিটির সদস্য ভাস্কর ভট্টাচার্য বলেন, ‘মুখ্যমন্ত্রী ৫০ হাজার টাকা নাচ গানের জন্য দিয়েছিলেন। পুলিশ গ্রেফতার করে শো অফ করছে।’ হুগলি তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব বলেন, ‘বিজেপি সব কিছুতেই রাজনীতি করে। এখানে কোনও রাজনীতির যোগ নেই। পুলিশ নিজের কাজ করছে।’ হাইকোর্টের নির্দেশ অমান্য করে এরকম শোভাযাত্রায় করোনা সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কিত বিশেষজ্ঞরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















