Howrah: হাওড়ায় খেলা হবে দিবস উপলক্ষে ফুটবল ম্যাচ আয়োজন ঘিরে রাজনৈতিক বিতর্ক
হাওড়া কর্পোরেশন স্টেডিয়ামে গতকাল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল। সেই জাঁকজমক পূর্ণ ম্যাচ ঘিরেই বিতর্ক।
সুনীত হালদার, হাওড়া: তৃণমূল কংগ্রেসের খেলা হবে দিবস উদযাপিত হয়েছে রাজ্যজুড়়ে গতকাল। খেলা হবে দিবসে ফুটবল ম্যাচ নিয়েই এবার রাজনৈতিক বিতর্ক। হাওড়া কর্পোরেশন স্টেডিয়ামে গতকাল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল। সেই জাঁকজমক পূর্ণ ম্যাচ ঘিরেই বিতর্ক। ওই ফুটবল ম্যাচে দুই দল অরূপ রায় একাদশ এবং ডিসটিক স্পোর্টস অথরিটি একাদশ মুখোমুখি হয়।
ম্যাচে সরাসরি অংশগ্রহণ করেন রাজ্যের সমবায় মন্ত্রী এবং হাওড়া পুরসভা প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান অরূপ রায়। মাঠে উপস্থিত ছিলেন প্রাক্তন অলিম্পিয়ান বদরু ব্যানার্জি সহ এক ঝাঁক প্রাক্তন ফুটবল তারকা। তারকাদের দেখতে ভিড়ও জমেছিল মাঠে। প্রচুর দর্শক সমাগম হয়েছিল। ফলে মাঠও সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। কিন্তু করোনাকালে এভাবে প্রচুর মানুষের একসঙ্গে সম্মিলিত হওয়া নিয়েই সোচ্চার হয়েছে বিরোধী শিবির। তাঁদের দাবি অর্ধেক দর্শকের মুখে কোন মাক্স ছিল না। দূরত্ব বিধি কার্যত শিকেয় উঠেছিল। এই নিয়েই সরব হয়েছে জেলা বিজেপি।
এই নিয়েই বিজেপি এবং তৃণমূল এর মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ গাঁধী মূর্তির পাদদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখানোর জন্য ডিজাস্টার ম্যানেজমেন্ট আইনে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি কর্মীদের গ্রেফতার করা হয়েছে। অথচ হাওড়ার মাঠে মন্ত্রীর নেতৃত্বে হাজার হাজার লোকের ভিড় জমিয়ে ফুটবল ম্যাচ হচ্ছে। সেখানে পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না। তৃণমূলকে কটাক্ষ করে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, 'তৃণমূল নেতৃত্ব দাবি করে ত্রিপুরায় গণতন্ত্র নেই, অথচ এ রাজ্যে বিরোধীদের কোনও অনুষ্ঠান করতে গেলে পুলিশ বাধা দেয়। গণতন্ত্রে এসব চলে?' এদিকে বিজেপির সমালোচনা কার্যত উড়িয়ে দিয়েছেন মন্ত্রী অরূপ রায়। তিনি দাবি করেন, কোভিড বিধি মেনে ম্যাচ হয়েছে। বিজেপি কী বলছে তাতে কিছু যায় আসে না। বিজেপিকে মানুষ প্রত্যাখ্যান করেছে বলেও জানান তিনি।