HS Result 2021: উচ্চমাধ্যমিকের মার্কশিট না পাওয়ার অভিযোগ, আসানসোলে বিক্ষোভ পড়ুয়াদের
অভিযোগ, ১৩৭ জন পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন ফর্ম সংসদে জমা দেয়নি স্কুল।
কৌশিক গাঁতাইত, আসানসোল: উচ্চমাধ্যমিকের মার্কশিট না পেয়ে বিক্ষোভ পড়ুয়াদের। আসানসোলের সালানপুরের আছড়া যজ্ঞেশ্বরী উচ্চ বিদ্যালয়ে বিক্ষোভ। অভিযোগ, ১৩৭ জন পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন ফর্ম সংসদে জমা দেয়নি স্কুল। যার ফলে অন্যরা মার্কশিট পেলেও তাঁরা পাননি বলে অভিযোগ। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পথ অবরোধ করে পড়ুয়ারা। সমস্যা সমাধানের চেষ্টার আশ্বাস স্কুল কর্তৃপক্ষের। ১০ দিনের মধ্যে মার্কশিট দিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে স্কুল।
এই ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে যায়। আজ এই বিক্ষোভের পর উচ্চ পর্যায়ের বৈঠক হয় ওই স্কুলে। ওই বৈঠকে ছিলেন প্রধান শিক্ষক সহ পরিচালন সমিতির সদস্যরা। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই বৈঠকে। ছাত্রছাত্রীদের যাতে এক বছর নষ্ট না হয়, তাও দেখা হবে বলে আশ্বাস কর্তৃপক্ষের। একইসঙ্গে ১০ দিনের মধ্যে সমস্যা সমাধান হবে বলে লিখিত প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান শিক্ষক। সহকারী স্কুল পরিদর্শক সংহিতা দাস বলেন, ২৫৭ জনের মধ্যে ১৩৮ জন পরীক্ষার্থীর মার্কশিট আসেনি। কী করে এই ঘটনা হল খতিয়ে দেখছি। গোটা ঘটনার তদন্ত হবে। এভাবে ভবিষ্যৎ নষ্ট হতে দেওয়া যায় না।
উচ্চমাধ্যমিকে পাস করতে না পারায় রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখায় পুড়ুয়ারা। কোথাও রাস্তা অবরোধ-ভাঙচুর, কোথাও রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। তো কোথাও আবার স্কুলের গেটে ঝোলানো হল তালা। স্কুলের চেয়ার-টেবিল ভাঙচুর। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, অবরোধ, স্থানীয়দের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা। কোথাও পুলিশের লাঠিচার্জ। উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের পর থেকে এভাবেই রাজ্যের দিকে দিকে শুরু হয় ছাত্র-বিক্ষোভ।
কিন্তু এক সপ্তাহ কাটলেও এখনও এই ছবির বদল ঘটেনি। এখনও অব্যাহত জেলায় জেলায় বিক্ষোভ। উচ্চ মাধ্যমিকের ফলাফল নিয়ে অসন্তুষ্ট কোচবিহারের লালবাহাদুর শাস্ত্রী হাইস্কুলের ছাত্ররা। নম্বর বৃদ্ধির দাবিতে শুক্রবার ভেটাগুড়িতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। এমনকী সহকারী প্রধান শিক্ষকের ঘরে তালা লাগিয়েও স্লোগান দিতে দেখা যায় ছাত্রদের।