এক্সপ্লোর
ছোট ভাইয়ের সঙ্গে সম্পর্কের সন্দেহে মাঝরাতে স্ত্রীকে ছুরির কোপ স্বামীর

পশ্চিম বর্ধমান: গভীর রাত।বিছানায় শুয়ে স্বামী স্ত্রী। আচমকা ধারালো ছুরি দিয়ে স্ত্রীর গলায়, হাতে কোপ স্বামীর। প্রশ্ন উঠেছে, স্ত্রীর উপর সন্দেহের বশেই কি হামলা? এই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে পশ্চিম বর্ধমানের লাউদোহা থানার নবঘনপুরে। লউদোহার রাত্রি হাজরার সঙ্গে ২০১৩ সালে বিয়ে হয় দুর্গাপুরের বাসিন্দা বিপ্লব হাজরার।অভিযোগ, বিয়ের পর থেকেই স্ত্রীকে মারধর করতেন বিপ্লব।তার জেরে একাধিকবার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি চলেও এসেছেন রাত্রি।পরে তাঁকে শান্ত করে ফিরিয়ে নিয়ে যেতেন স্বামী বিপ্লব। সোমবারও অশান্তির পর বাপের বাড়ি চলে আসেন রাত্রি। কিন্তু, তাঁকে বুঝিয়ে সুঝিয়ে কাছেই দিদির বাড়িতে নিয়ে যান বিপ্লব। অভিযোগ, এরপর গভীর রাতে ঘুমন্ত অবস্থায় স্ত্রীর উপর ধারালো চাকু নিয়ে হামলা চালান তিনি। ক্ষতবিক্ষত স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে দাবি, জেরায় অভিযুক্ত স্বামী দাবি করেছেন, তাঁর স্ত্রীর সঙ্গে তাঁর ছোট ভাইয়ের সম্পর্কের সন্দেহেই এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি। স্বামী আপাতত শ্রীঘরে। আর আক্রান্ত স্ত্রী হাসপাতালে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















