মাথায় হাতুড়ি দিয়ে মেরে মেরে স্ত্রী, মেয়েকে 'খুন', ধৃত গৃহশিক্ষক
অন্ডাল: প্রথমে স্ত্রী-কে খুন! তারপর মেয়েকে! জোড়া খুনের পর আত্মসমর্পণ গৃহশিক্ষকের! জোড়া হত্যাকাণ্ডে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম বর্ধমানের অন্ডালে! পুলিশ সূত্রে খবর, অশান্তির জেরে বুধবার রাতে স্ত্রী পদ্মা রুইদাসের মাথায় হাতুড়ি দিয়ে মেরে খুন করেন স্বামী তপন রুইদাস। বাধা দিতে গিয়ে আক্রান্ত হন ছোট মেয়ে পাপিয়াও। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ধৃত গৃহশিক্ষক বলেন, আমার বন্ধুর কাছে টাকা চেয়েছিল, তাই মেরেছি। বৃহস্পতিবার ভোরে অন্ডাল থানায় আত্মসমর্পণ করেন তপন রুইদাস। কিন্তু, কী এমন ঘটল, যে নিজের স্ত্রী ও মেয়েকে এভাবে খুন করলেন তিনি? স্থানীয় বাসিন্দা বলেন, দু’জনের মধ্যে প্রায়ই অশান্তি হত, পরস্পরকে সন্দেহ করত। বাবার হাতে মা-বোনের এহেন পরিণতিতে বাকরুদ্ধ বড় মেয়ে পায়েল রুইদাস! বলেন, বাবার শাস্তি চাই, সাইকো পেশেন্ট, মা-কে টাকা দিত না সংসার চালাতে। জোড়া খুনের মামলা রুজু করে তদন্তে পুলিশ।