এক্সপ্লোর
রাজ্যের বিভিন্ন শিল্পাঞ্চলে সাধারণ ধর্মঘটের প্রভাব মিশ্র

হাওড়া, উলুবেড়িয়া, হলদিয়া: হাওড়ার উলুবেড়িয়া শিল্পাঞ্চলে সাধারণ ধর্মঘটের মিশ্র প্রভাব পড়েছে। কারখানা খোলা থাকলেও, সিটু-র সদস্যরা শ্রমিকদের কাজে যোগ দিতে বাধা দেন বলে অভিযোগ। এনিয়ে আইএনটিটিইউসি সমর্থকদের সঙ্গে শুরু হয় বচসা। অশান্তির ছবি ধরা পড়েছে ফুলেশ্বরের কানোরিয়া ও বাউড়িয়ার প্রেমচাঁদ জুটমিলেও। তবে সাধারণ ধর্মঘটের প্রভাব পড়েনি হলদিয়া শিল্পাঞ্চলে। রাষ্ট্রায়ত্ত ও বিভিন্ন বেসরকারি কারখানায় শ্রমিকদের হাজিরা স্বাভাবিক। সরকারি-বেসরকারি বাস চলছে রাস্তায়। শিল্পাঞ্চলে ধর্মঘটীদের পিকেটিং বা মিছিল চোখে পড়েনি। কোথাও কোনও অশান্তির খবর নেই। মোড়ে মোড়ে রয়েছে পুলিশ পিকেট। ধর্মঘটের কিছুটা প্রভাব পড়েছে দুর্গাপুর শিল্পাঞ্চলে। কল-কারখানা চালু রয়েছে। শ্রমিকদের উপস্থিতির হার অন্যদিনের তুলনায় কিছুটা কম। খনি অঞ্চলে উত্পাদন প্রায় স্বাভাবিক। সরকারি বাস চলছে। তুলনায় রাস্তায় কম বেসরকারি বাস বেরিয়েছে। আসানসোল শিল্পাঞ্চলেও সাধারণ ধর্মঘটের আংশিক প্রভাব পড়েছে। রাস্তায় মিনিবাস চলছে। যদিও দূরপাল্লার বাস সংখ্যায় অনেক কম। সকালে ধর্মঘটের বিরোধিতায় আসানসোল সিটি বাসস্ট্যান্ড থেকে মিছিল করে আইএনটিটিইউসি। পালন করা হয় সিঙ্গুর উত্সব। দেশজুড়ে শ্রমিক সংগঠনের ডাকা সাধারণ ধর্মঘটে ব্যারাকপুর শিল্পাঞ্চলে শ্রমিকদের উপস্থিতির হার স্বাভাবিক। অন্যদিনের মতো লোকাল ট্রেনে সকাল থেকেই যাত্রীদের ভিড় দেখা গিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















