প্রতিবেশীর ধর্ষণের চেষ্টা, জলপাইগুড়িতে গলায় দড়ি দিল স্কুল ছাত্রী
জলপাইগুড়ি: নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। অপমানে আত্মঘাতী কিশোরী। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ির কোতোয়ালি থানার কাদোবাড়ি এলাকায়। মৃত ছাত্রীর পরিবারের দাবি, বুধবার স্কুল থেকে সবুজ সাথী প্রকল্পে পাওয়া সাইকেল দেখাতে বাড়ি আসে ছাত্রীটি। তারপর পুরনো সাইকেলটি আনতে ফের সে স্কুলে যায়। কিন্তু, এরপর ফিরে সোজা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ডাকাডাকি করে সাড়া না পেয়ে বাড়ির লোক জানলা দিয়ে দেখে, ঘরে ছাত্রীর মৃতদেহ ঝুলছে। কিন্তু, এমন কী হল, যার জেরে এক নবম শ্রেণির ছাত্রী আত্মহত্যা করল? পরিবারের অভিযোগের আঙুল রাহুল সরকার নামে এক স্থানীয় যুবকের দিকে। তাঁদের দাবি, রাহুল দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে উত্যক্ত করত, কুপ্রস্তাব দিত। বুধবার সে ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে বলে থানায় অভিযোগ করেছেন তাঁরা। পরিবারের দাবি, মৃতার স্কুল থেকেও ওই যুবকের ব্যাপারে জানানো হয়। কিন্তু, তারাই তখন বিষয়টিকে আমল দেননি। পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযুক্তর সন্ধান শুরু হয়। বৃহস্পতিবার ভোরে শিলিগুড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়।